ভেস্তে গেল বৈঠক, ফের ধর্না মঞ্চে চিকিৎসকরা। বিস্ফোরক অভিযোগ করলেন চিকিৎসকরা। কাদের সদিচ্ছার অভাব মঞ্চে ফাঁস করলেন চিকিৎসকরা। 'আমরা সদিচ্ছা দেখাতে গিয়েছিলাম, চা খেতে নয়'। 'আমরা বিচারের দাবিতে ৩৫ দিন অপেক্ষা করছি'।
ভেস্তে গেল বৈঠক, হতাশ চিকিৎসকরা। ৩৫ দিন অপেক্ষার পরেও জুটলো হতাশা। 'অনেক দেরি হয়ে গেছে, আর সম্ভব নয়'। জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
কালীঘাটের বাড়িতে মমতার মুখোমুখি চিকিৎসকরা। 'তোমাদের চিঠিতে সরাসরি সম্প্রচারের অনুরোধ ছিল না'। 'বৈঠকের রেকর্ড করা ভিডিও পরে আমরা তোমাদের দেবো'। ‘কেন চিঠি দিলে, কেনই বা এত অসম্মান করছেন আমাকে আপনারা?’
আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণী খুন ও ধর্ষণের ঘটনায় এবার সিবিআই গ্রেফতার করন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে।
৫ দফা দাবি নিয়ে কালীঘাটে আন্দোলনরত ডাক্তাররা। ভিডিওগ্রাফার সঙ্গে নিয়েই মমতার বাড়িতে ডাক্তাররা। সরাসরি সম্প্রচার নিয়ে ফের জটিলতা কালীঘাটে। বৃষ্টির মধ্যে ঠায় দাঁড়িয়ে আন্দোলনরত ডাক্তাররা। ডাক্তারদেরকে চা-পানের অনুরোধ করলেন মমতা।
'স্বচ্ছভাবে ৫ দফা দাবিতেই আলোচনা হবে'। 'অদ্ভুতভাবে কালীঘাটে বৈঠক ডাকা হলো'। 'কালীঘাটে গিয়েই আমরা উনার কানে আমাদের দাবি শোনাবো'। বৃষ্টি মাথায় নিয়েই ৩৫ জন জুনিয়র ডাক্তার রওনা দিলেন কালীঘাটে।