যতই তদন্ত এগোচ্ছে, ততই যেন বিস্ফোরক তথ্য উঠে আসছে। আর জি কর কাণ্ডে যাবতীয় দুর্নীতির তদন্ত করার জন্য সিবিআইকে (CBI) অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcuta High Court)।
বিস্ফোরক মন্তব্য করলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানান 'মুখ্যমন্ত্রী তাঁরা নির্দেশে এই কাজ গুলো করিয়েছেন'।
আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে গোটা ঘটনার তদন্ত করছে সিবিআই (CBI)। আর তারপরই নানা তথ্য সামনে উঠে আসছে। সেমিনার হলের বাইরে কাউকে পাহারার বসিয়ে নারকীয় অত্যাচার চালিয়েছিল সঞ্জয়? বিস্ফোরক তথ্য হাতে পেল CBI
আরজি কর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানালেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাঝ্যায়। তিনি বিজেপির ধর্না মঞ্চে উপস্থিত হয়ে রীতিমত বোমা ফাটালেন।
তৃণমূলের যুবনেত্রী রাজন্যা হালদারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট। এই ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
সঞ্জয়ের হয়ে আইনি লড়াই করলেও কবিতা সরকারের স্পষ্ট বক্তব্য, 'আমিও বাকিদের মতো নির্যাতিতার বিচার চাই।' এরপর তিনি বলেন, 'তবে আমার মতে বিচার তখনই হয়, যখন আদালতে আইনি লড়াই সম্পন্ন হয়। তার আগে না।
এই নিয়ে অষ্টম বার CBI-এর মুখোমুখি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিনও হলুদ ফাইল নিয়ে সিবিআই দপ্তরে প্রবেশ করেন সন্দীপ ঘোষ।