আদালতের রায়কে চ্যালেঞ্জ করবেন? কী জানালেন আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয়ের দিদিআরজি কাণ্ডে আজ সাজা ঘোষণা। নিরাপত্তার চাদরে মোড়া শিয়ালদহ আদালতে সঞ্জয় দাবি করেন, তাঁর গলায় রুদ্রাক্ষের মালা থাকায় তিনি নির্দোষ। তাঁর দিদি জানান, সে বিষয়ে কিছু জানেন না এবং আইনি সাহায্যও করবেন না।