২০২৬ সালের জন্য বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা। যার মধ্যে গুরুত্বপূর্ণ হল আগামী বছর গোটা বিশ্বেই বেশ কিছু বড় পরিবর্তন হবে। যারমধ্যে একটি গল প্রযুক্তগত জগতে।
বাবা ভাঙ্গা তাঁর ভবিষ্যদ্বাণীর জন্য পরিচিত। বহু বছর আগে তিনি একাধিক কথা বলে গিয়েছিলেন। যা একের পর এক সত্যি হচ্ছে। আর মাত্র কয়েক দিন পরেই শুরু হয়ে যাচ্ছে নতুন বছর। তাই কী হবে আগামী বছর? কেমন যাবে ২০২৬ সালে? তাই নতুন বছরের শুরুতেই চর্চায় বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী।
২০২৬ সালে বড় পরিবর্তন
২০২৬ সালের জন্য বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা। যার মধ্যে গুরুত্বপূর্ণ হল আগামী বছর গোটা বিশ্বেই বেশ কিছু বড় পরিবর্তন হবে। যারমধ্যে একটি গল প্রযুক্তগত জগতে। ওয়াকিবহাল মহলের অনেকেরই ধারনা তিনি বহু প্রাচীন কালেই প্রযুক্তিগত পরিবর্তনের নামে AI প্রযুক্তির কথা বলেছেন। আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা আরও উন্নত হবে। যা আগামী দিনে অনেক মানুষের জীবন আর পেশার ওপর প্রভাব ফেলবে। বিশ্বের অনেক কিছু বদলে যেতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে। তেমনই ইঙ্গিত বাবা ভাঙ্গার।
বাবা ভাঙ্গার আরও ভবিষ্যদ্বাণী
বাবা ভাঙ্গার আরও অনেক ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। যার মধ্যে সোভিয়েত রাশিয়ার পতন। তাঁর কথামত মায়ানমারের ভূমিকম্পও সত্যি হয়েছে। কোভিড ১৯, আমেরিকার ৯\১১ সন্ত্রাসবাদী হামলা, চিনের উন্নয়নও রয়েছে তাঁর ভবিষ্যদ্বাণীর মধ্যে। ভারত-পাকিস্তান, পাকিস্তান-আফগানিস্তান, ইজরায়েল-ইরান- এই যুদ্ধগুলিও তাঁর ভবিষ্যদ্বাণীর ছিল।
বাবা ভাঙ্গা কে?
বাবা ভাঙ্গা ছিলেন একজন মহিলা। তাঁর আসল নাম ভ্যাঞ্জেলিয়া পান্ডেভা গুশেরোভা। তিনি ১৯১১ সালের ৩ অক্টোবর অটোমান সাম্রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন। মাত্র ১২ বছর বয়েসে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। ১৯৯৬ সালের ১১ অগস্ট ৮৪ বছর বয়সে বুলগেরিয়ায় তিনি মারা যান।
