Ravishankar Prasad: 'মমতার দল বাম দলগুলির রাজনীতি থেকেও কুৎসিত' -ভোটে হিংসা নিয়ে মন্তব্য রবিশঙ্কর প্রসাদের

বামেদের থেকে ঘৃণ্য রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভোটের হিংসা খতিয়ে দেখতে কলকাতায় নেমেই তৃণমূলকে নিশানা রবিশঙ্কর প্রসাদের ।

Share this Video

বামেদের থেকে ঘৃণ্য রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভোটের হিংসা খতিয়ে দেখতে কলকাতায় নেমেই তৃণমূলকে নিশানা রবিশঙ্কর প্রসাদের । তিনি বলেন, 'মমতাজির দল বাম দলগুলির থেকেও কুৎসিত হয়ে উঠেছে।' রবিশঙ্কর প্রসাদ আরও বলেন 'এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা রাজ্যের হিংসা কবলিত এলাকাগুলি পরিদর্শন করবেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবে, তাদের সঙ্গে কথা বলবে।'

Related Video