Metro Accident News: সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাট। ব্লু লাইনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার অভিযোগ। যার কারণে খানিকক্ষণ ব্যাহত হয় মেট্রো পরিষেবা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Metro Accident News: চলন্ত মেট্রোর সামনে ফের আত্মহত্যার ঘটনা। অফিস থেকে বাড়ি ফেরার পথে মেট্রোজটে তীব্র ভোগান্তিতে যাত্রীরা। সূত্রের খবর, নেতাজি ভবন মেট্রো স্টেশনে দুর্ঘটনা, সাময়িকভাবে ব্যাহত মেট্রো পরিষেবা। যদিও সন্ধ্যা ৬টার পর ফের স্বাভাবিক হয় পরিষেবা। খবর মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে।
কী কারণে ব্যাহত মেট্রো পরিষেবা?
বুধবার বিকেল ৫টা ১৭ মিনিট নাগাদ নেতাজি ভবন মেট্রো স্টেশনে এক যাত্রী চলন্ত আপ মেট্রোর সামনে ঝাঁপ দেন বলে অভিযোগ। ঘটনায় তৎক্ষণাৎ চাঞ্চল্য ছড়ায় মেট্রো স্টেশন চত্বরে। মেট্রো লাইনে ঝাঁপ দেওয়া যাত্রীকে উদ্ধারের জন্য মেট্রো কর্তৃপক্ষ পাওয়ার ব্লক করে দেয়। উদ্ধারকাজ চলাকালীন নিরাপত্তার স্বার্থে মেট্রো চলাচল আংশিকভাবে নিয়ন্ত্রণ করা হয়।
বর্তমানে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে উভয় দিকেই ট্রাঙ্কেটেড পরিষেবা চালু রয়েছে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, উদ্ধারকাজ শেষ হলেই দ্রুত স্বাভাবিক পরিষেবা চালু করার চেষ্টা চলছে। এদিকে ব্লু লাইনের পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার অফিসফেরত যাত্রীরা। অনেকেই স্টেশনে গিয়ে জানতে পারছেন পরিষেবা বন্ধের কথা। ফলে সড়কপথে গন্তব্যে পৌঁছোনোর চেষ্টা করছেন যাত্রীরা। ভিড় বাড়ছে বাসগুলিতে। ট্র্যাক্সি বা ক্যাব বুক করে অনেকে বাড়ি ফেরার চেষ্টা করছেন। ময়দান মেট্রো স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা এক যাত্রী জানান, তাঁর বাড়ি কুঁদঘাট এলাকায়। ধর্মতলা থেকে প্রতি দিন মেট্রো ধরে নেতাজি স্টেশনে নামেন তিনি। তবে পরিষেবা ব্যাহত হওয়ায় শুক্রবার ময়দান স্টেশনে নেমে পড়তে হয় তাঁকে। বাসের ভিড় দেখে বাড়ি ফেরা নিয়ে চিন্তায় পড়েছেন তিনি।
অন্যদিকে, ব্লু লাইনে পরিষেবা ব্যাহত বা আত্মহত্যার ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিক কারণে বারে-বারে দিনের ব্যস্ত সময়ে পরিষেবা ব্যাহত। উইকএন্ডেও তাড়াতাড়ি বাড়ি ফেরার পথে ফের ঘটল অঘটন। নেতাজী ভবন মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনায় বিকেলের ব্যস্ত সময়ে সাময়িক বন্ধ থাকে মেট্রো পরিষেবা। পরে অবশ্য কিছুক্ষণের মধ্যেই মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়ে যায়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


