- Home
- West Bengal
- Kolkata
- কথা রাখলেন মুখ্যমন্ত্রী! বড়দিনের আগেই রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢুকল মোটা টাকা, টাকা দিচ্ছেন পরিবার পিছু
কথা রাখলেন মুখ্যমন্ত্রী! বড়দিনের আগেই রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢুকল মোটা টাকা, টাকা দিচ্ছেন পরিবার পিছু
- FB
- TW
- Linkdin
ক্ষমতায় আসার পর থেকে রাজ্যবাসীর কথা চিন্তা করে চলেছেন মুখ্যমন্ত্রী। একের পর এক ভাতা ও প্রকল্প চালু করেছেন।
বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা থেকে কন্যাশ্রী, তরুণের স্বপ্নের মতো একাধিক প্রকল্প নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী।
এবার এই সকল ভাতার সঙ্গে রাজ্য বাসীকে দিচ্ছেন বিভিন্ন প্রকল্পের টাকা। সদ্য এক প্রকল্পে ৬০ হাজার করে দিলেন মুখ্যমন্ত্রী।
মোট ৪৬ হাজার ৩৮৮জন রাজ্যবাসীতে ৬০ হাজার টাকা দিলেন মুখ্যমন্ত্রী। এবার ঢুকল প্রথম কিস্তির। পরের কিস্তিতে আরও ৬০ হাজার দেবেন মুখ্যমন্ত্রী।
এর জন্য মোটা ৩৩০ কোটি ৯২ লক্ষ ৪০ হাজার টাকা খবর হয়েছে সরকারের।
এবার দেওয়া হল বাংলার বাড়ি প্রকল্পের টাকা। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে টাকা দেওয়া।
প্রথম পর্যায়ে ৫৫ হাজার ১৭০ জন উপভোক্তার অনুমোদন পেয়েছিল সরকার। তাদের অনুমোদন পাওয়ার পর সব তথ্য খতিয়ে দেখা হল।
তারপর শুরু হয়েছে টাকা দেওয়া। প্রথম খাতেই ৪৬ হাজার ৩৮৮ জন পেল টাকা।
অনুমোদন পাওয়ার পর সমীক্ষা হয়। সেখান থেকে ৩৩ হাজার ১৮৯ টি পরিবারের নাম বাদ পড়ে।
জানা গিয়েছে মোট দুটি কিস্তিতে ৬০ হাজার করে ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে।
অনেক রাজ্যবাসীরই মাথার ওপর পাকা ছাদ নেই। তারা বিভিন্ন সমস্যায় ভোগেন।
অসহায় রাজ্যবাসীদের কথা ভাবনা চিন্তা করে মমতা সরকার দিচ্ছেন টাকা। এবার বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হল।
আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন এই বছর টাকা দেওয়া হবে। আর সেই কথা রাখলেন তিনি।