Droupadi Murmu Visit Kolkata: চলতি মাসের শেষেই বঙ্গ সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির কলকাতা সফর নিয়ে একগুচ্ছ বিশেষ নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। জানুন বিশদে..
Droupadi Murmu Visit Kolkata: দু-দিনের সফরে ফের রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চলতি মাসের শেষেই বাংলায় আসবেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সফরে শহরে যানজট ব্যবস্থা মৃসণ রাখতে আগাম একগুচ্ছ পদক্ষেপ কলকাতা পুলিশের। এই বিষয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। জানা গিয়েছে, চলতি মাসের আগামী ৩০ ও ৩১ জুলাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কলকাতা সফরে আসছেন। সেই উপলক্ষে জননিরাপত্তা এবং যান চলাচলের সুবিধার্থে বিশেষ ট্রাফিক নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এই দুই দিনে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে।
শহরের কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে?
৩০ জুলাই ২০২৫ (বিকেল ৪:৩০টা থেকে রাত ৯টা পর্যন্ত) নিম্নলিখিত রাস্তাগুলিতে সমস্ত প্রকার পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ থাকবে:-
সিন্থি ক্রসিং, বি টি রোড, টালা ব্রিজ, বিধান সরণি, শ্যামবাজার পাঁচ মাথা মোড়, ভূপেন বসু এভিনিউ, জে এম এভিনিউ, সি আর এভিনিউ, বি বি গাঙ্গুলি স্ট্রিট, লালবাজার স্ট্রিট, বিবিডি বাগ (পূর্ব), ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, গভর্নমেন্ট প্লেস (ইস্ট), আর আর এভিনিউ।
৩১ জুলাই ২০২৫ (সকাল ৮:৩০টা থেকে দুপুর ১টা পর্যন্ত):-
আর আর এভিনিউ, রেড রোড, জে ও এন দ্বীপ, খিদিরপুর রোড, কাসুরিনা এভিনিউ, হসপিটাল রোড, হসপিটাল রোড (ইস্ট), এজে সি বসু ফ্লাইওভার, মা উড়ালপুল, ই এম বাইপাস, হাডকো ক্রসিং এবং দুর্গাপুর ব্রিজে যান চলাচলে কড়া নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এছাড়াও রাজভবনের আশেপাশে সমস্ত ধরনের ভারী পণ্যবাহী যান চলাচল ৩০ জুলাই সকাল ৬টা থেকে ৩১ জুলাই রাত ১০টা পর্যন্ত নিষিদ্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও জানা গিয়েছে, আগামী দু-দিন রাষ্ট্রপতিক কলকাতা সফরের যে কোনও সময়, পুলিশ মনে করলে প্রয়োজনে আরও রাস্তায় যান চলাচল ঘুরিয়ে দেওয়া বা সাময়িকভাবে বন্ধ করা হতে পারে। তবে এই নিষেধাজ্ঞাগুলি স্বাভাবিক ট্রাফিক নিয়মাবলীর অতিরিক্ত হিসেবে কার্যকর থাকবে। শুধু তাই নয়, নাগরিকদের যথাসম্ভব সতর্ক থাকার এবং পুলিশের নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। সব মিলিয়ে বঙ্গে রাষ্ট্রপতির সফর ঘিরে এখন থেকেই আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে শহরের রাস্তাঘাট।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


