দক্ষিণেশ্বরে সস্ত্রীক পুজো দিলেন মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন, ঘুরে দেখলেন বেলুড় মঠও
কলকাতা সফরে মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন । সোমবার দক্ষিণেশ্বরের মন্দির পরিদর্শন করতেও গেলেন রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী । সঙ্গে ছিলেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত ।
কলকাতা সফরে মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন । সোমবার দক্ষিণেশ্বরের মন্দির পরিদর্শন করতেও গেলেন রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী । সঙ্গে ছিলেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত । প্রায় ৪৫ মিনিট দক্ষিণেশ্বর মন্দিরে কাটান তাঁরা । পৃথ্বীরাজ সিং রূপন যান গঙ্গার ঘাটেও ।