বাগদেবীর আরাধনায় দাম চড়ছে বাজারে, বিক্রেতারদের দাবি বাজার এবার ভালো নয়, কি বলছেন ক্রেতা-বিক্রেতারা

বাগদেবীর আরাধনা - দাম চড়ছে বাজারে। সরস্বতী পুজো উপলক্ষে বাজারে উন্মাদনা। পুজোর উপকরণ কিনতে ভিড় বাজারে। চাহিদা বাড়ায় বেড়েছে দাম, দাবি ক্রেতাদের। বিক্রেতারদের দাবি বাজার এবার ভালো নয়। ফুলের দরে অন্তত ৩০ থেকে ৪০ টাকা দাম বেশি। 

/ Updated: Jan 25 2023, 09:17 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বাগদেবীর আরাধনা - দাম চড়ছে বাজারে। সরস্বতী পুজো উপলক্ষে বাজারে উন্মাদনা। পুজোর উপকরণ কিনতে ভিড় বাজারে। চাহিদা বাড়ায় বেড়েছে দাম, দাবি ক্রেতাদের। বিক্রেতারদের দাবি বাজার এবার ভালো নয়। ফুলের দরে অন্তত ৩০ থেকে ৪০ টাকা দাম বেশি। গেঁদা ফুলের মালা ৪০ টাকার নিচে নেই। সরস্বতী পুজোর বেড়েছে গোলাপের চাহিদা। লাল গোলাপের চাহিদা তুঙ্গে, দাবি বিক্রেতাদের। অল্প-বয়সের ছেলেমেয়েরা কিনছে লাল গোলাপ। পদ্মের চাহিদা সেভাবে নেই, তবে পদ্মের দাম বেশি। অন্ধ্রপ্রদেশ থেকে পদ্মফুল এনে চাহিদা মেটাচ্ছে বিক্রেতারা।