- Home
- West Bengal
- Kolkata
- কাজ প্রায় শেষের দিকে, জেনে নিন কবে থেকে মেট্রো চলবে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত
কাজ প্রায় শেষের দিকে, জেনে নিন কবে থেকে মেট্রো চলবে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত
- FB
- TW
- Linkdin
ক্রমশ বাড়ছে মেট্রোর পরিধি। কলকাতা শহর থেকে শহরতলির সকল মানুষ উপভোগ করছেন এই সুবিধা। এবার আরও বাড়বে মেট্রোর পরিধি।
এবার দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ছুটবে মেট্রো। পুজোর আগে এল বিশেষ খবর। এবার মেট্রো চলবে নতুন রুটে। পুজোর আগেই এল সুখবর।
কলকাতা মেট্রো রেলের পরিধি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং শহর ও শহরতলির মানুষের জন্য এটি এক গুরুত্বপূর্ণ যোগাযোগ হতে চলেছে। হাজার হাজার যাত্রী এতে উপকৃত হবেন।
বর্তমানে রেল ছয়টি প্রধান লাইনে বিভক্ত আছে। নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, সাউথ ওয়েস্টার্ন (জোকা), নিউ টাউন (এয়ারপোর্ট), ইস্টার্ন (বারাসত) এবং নর্দান (ব্যারাকপুর)।
আগামী কয়েক বছরে চালু হতে পারে ইয়েলো লাই। যা দমদম ক্যান্টনমেন্টকে মধ্যমগ্রাম ও বারাসতের সঙ্গে যুক্ত করবেন।
দমদম ক্যান্টনমেন্ট মেট্রো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তবে বিরাট এলাকা জুড়ে এই কাজ চলছে। এই লাইন চালু হলে বারাসত, বসিরহাট, হাসনাবাদ ও বনগাঁ থেকে আসা সকল যাত্রীদের সুবিধা হবে।
দমদম ক্যান্টনমেন্টের দিকে দশটি স্টেশন থাকবে। নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোহর রোড, জয় হিন্দ, বিরাটি, মাইকেল নগর, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুর এবং বারাসত।
এই সব স্টেশন তৈরির কাজ চলছে জোড় কদমে। এক্সেলেটর, লিফট এবং ডিজিটাল ডিসপ্লে বোর্ড সহ একাধিক সুবিধা আছে এখানে।
এদিকে পুজো শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং। নর্থ থেকে সাউথ সর্বত্র ঠাকুর দেখার ভিড়।
পুজোর সময় ঠাকুর দেখতে যাতে সমস্যা না হয়, সেদিকে খেয়াল দিয়েছে কর্তৃপক্ষ। সে কারণে এই কদিন চলবে অধিক মেট্রো।