সংক্ষিপ্ত
সন্দীপ ঘোষ সহ ৪ অভিযুক্তের ২৩ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। ২৩ তারিখ পর্যন্ত জেল হেফাজতে সন্দীপ ঘোষ।
আরজি কর মামলায় ধৃত সন্দীপ ঘোষ সহ অভিযুক্ত চারজনকে নিজেদের হেফাজতে চাইল না সিবিআই। এই নিয়ে আলিপুর আদালতের তীব্র ভর্ৎসনার মুখেও পড়ল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আরজি কর মেডিকেল কলেজের আর্থিক অনিয়মের মামলায় গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষকে আজ আলিপুর আদালতে হাজির করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই মামলার শুনানিতে এই নির্দেশ বহাল করে আলিপুর আদালত।
জানা গিয়েছে সন্দীপ ঘোষ সহ ৪ অভিযুক্তের ২৩ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। ২৩ তারিখ পর্যন্ত জেল হেফাজতে সন্দীপ ঘোষ। জেরায় বেশ কিছু টেন্ডার প্রক্রিয়ার সদুত্তর দিতে পারেনি সন্দীপ ঘোষ। তার নামে বেশ কিছু সম্পত্তির খোঁজ পাওয়া গেছে বলে জানায় সিবিআই।
আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করে সিবিআই। অভিযোগ, তিন বছরেরও বেশি সময় ধরে নাকি আরজি কর মেডিকেল কলেজে আর্থিক অনিয়ম চলছে। তার মধ্যে রয়েছে মর্গ থেকে দেহ উধাও হয়ে যাওয়া এবং হাসপাতালের জৈব বর্জ্য নিয়ে নানান দুর্নীতি এছাড়াও আরো একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে।
আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারের পর তাকে কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থা নিজেদের হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ করেছেন। এই মামলায় নতুন কোন সূত্র পাওয়া যায় কিনা সেটাই এখন দেখার।
গত ১৬ ই আগস্ট থেকে সন্দীপকে আরজি করে মহিলা চিকিৎসক ছাত্রীর ধর্ষণ এবং খুনের ঘটনায় টানা জেরার মুখে পড়েছিল সন্দ্বীপ। তার মধ্যেই প্রকাশ্যে আসে আর্থিক অনিয়মের অভিযোগ। আর এই অভিযোগে ২ সেপ্টেম্বর সিবিআই এর হাতে গ্রেফতার হয় আর যে কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।