- Home
- West Bengal
- Kolkata
- RG Kar Case: কে সেই 'রহস্যময়' জুনিয়ার ডাক্তার? আরজি করে খুনের রাতে রক্ত ধুয়েছিল- খুঁজছে সিবিআই
RG Kar Case: কে সেই 'রহস্যময়' জুনিয়ার ডাক্তার? আরজি করে খুনের রাতে রক্ত ধুয়েছিল- খুঁজছে সিবিআই
| Published : Sep 07 2024, 08:56 PM IST
- FB
- TW
- Linkdin
আরজিকর কাণ্ড
আরজি কর হত্যাকাণ্ডে তদন্তে সিবিআই-এর নজরে এক জুনিয়ার ডাক্তার। যে ডাক্তার সেই রাতে রক্ত ধুতে ঢুকেছিল সেমিনার হল লাগোয়া শৌচাগারে।
ভেঙেফেলা শৌচাগারে
সিবিআই সূত্রের খবর জুনিয়ার ডাক্তার সেমিনার হল লাগোয়া শৌচাগরে গিয়েছিলেন। যেটি সন্দীপ ঘোষের নির্দেশে ভেঙে ফেলা হয়েছে।
নার্সকে জেরা
আরজি কর কাণ্ডে ঘটনার রাত অর্থাৎ ৮ আগস্ট থেকে ৯ আগস্ট সকাল পর্যন্ত যারা চেস্ট মেডিসিন বিভাগে কর্মরত ছিলেন তাদের জিজ্ঞসবাদ করছে সিবিআই। তাতেই জেরা হয়েছে এক নার্সকে।
নার্সের বয়ান
নার্সের বয়ান থেকেই সমনে আসে এক রহস্যময় জুনিয়ার ডাক্তার। যে সেদিন রাতে রক্ত ধুতে গিয়েছিল বাথরুমে।
নার্সের বয়ানে চাঞ্চল্য
সিবিআই সূত্রের খবর যে জুনিয়ার ডাক্তারের কথা নার্স বলেছেন, সেই ডাক্তারে আগে কোনও দিন তিনি দেখেননি। নার্স ডাক্তারের নামও বলতে পারেনি। নার্স জানিয়েছেন, ডাক্তারকে তাঁর নাম জিজ্ঞাসা করতে তিনি তা এড়িয়ে গিয়েছিলেন।
নার্সের দাবি
সিবিআই সূত্রের খবর, নার্স বলেছেন, মাল্টি ড্রাগ রেজিস্টেন্স ওয়ার্ডে সেই রাতে ঢুকেছিল সেই ডাক্তার। ওধুষও নিয়েছিল। ট্রান্সফিউশন নোটও দিয়েছিল।
জামায় রক্তের দাগ
সিবিআই সূত্রে জানা গেছে নার্স বলেছেন, তাঁকে ডাক্তার বলেছিলেন রোগী দেখতে গিয়ে তাঁর জামায় রক্ত লেগে গিয়েছিল। তাই সেটি ধুয়ে ফেলতে চান। সেই কারণেই বাথরুমে যান তিনি।
রক্ত দেখেননি নার্স
সিবিআই সূত্রের খবর, নার্স জানিয়েছেন তিনি ওই জুনিয়ার ডাক্তারের দেব বা জামায় কোথাও রক্ত দেখতে পারনি।
জুনিয়ার ডাক্তারের খোঁজ
সিবিআই সূত্রের খবর সংশ্লিষ্ট সন্দেহভাজন জুনিয়ার ডাক্তারকে খুঁজতে শুরু করেছে সিবিআই। যদিও নার্সের বয়ান অনুযায়ী এই ঘটনা রাত ১০টার সময় ঘটেছিল। কিন্তু সন্দেহজনক জুনিয়ার ডাক্তারকেও জেরা করতে চায় সিবিআই।
অজ্ঞাত পরিচয় কেন
হাসপাতালের মধ্যে কেন অজ্ঞাত পরিচয় ব্যক্তি রাতের বেলা প্রবেশ করবে- সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। যদিও পরের দিন সকালেই হাসপাতালের সেমিনার রুমের ভিড় নিয়েও প্রশ্ন তুলেছেন তদন্তকারীরা।