আরজি কর হাসপাতালে তাণ্ডব তথ্য লোপাটের উদ্দেশ্যে? তেমনই দাবি আন্দোলনকারীদের
| Published : Aug 16 2024, 12:42 PM IST
- FB
- TW
- Linkdin
আরজি কর হাতপাতালে ভাঙচুর
বুধবারের হামলায় প্রায় তছনছ আরজি কর হাসপাতালের বিস্তীর্ণ অংশ। চার তলায় উঠে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। সেখানে ইএনটি বিভাগ।
তরুণীর দেহ উদ্ধার ফোর্থ ফ্লোরে
হাসপাতালের চিকিৎসক , আবাসিক নার্সরা জানিয়েছে, তিন তলা অর্থাৎ ফোর্থফ্লোরের সেমিনার হলে উদ্ধার হয়েছে তরুণীর দেহ। ফোর্থ ফ্লোরকেও চারতলা ভেবে ভাঙচুর চালান হয়েছে।
নিহতের ঘনিষ্টদের অনুমান
তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই বুধবার রাতে হাসপাতালে হামলা চালান হয়েছে। দুষ্কৃতীদের বুঝতে ভুল হয়েছে তিন তলা না চার তলায় সেমিনার হল। তাই বেঁচে গেছে কিছুটা তথ্য প্রমাণ। না হলেও সর্বনাশ হয়ে যেত।
হাসপাতালের বিপর্যস্ত ছবি
শুক্রবার সকালে হাসপাতালের তাণ্ডব ক্ষেত্রের ছবিটা তেমন বদলায়নি। সেবা কর্মীদের কথায়, ভূমিকম্প বা বোমা বিস্ফোরণ হলে যেমনটা হয় তেমনই লন্ডভন্ড হাসপাতালের একাংশ।
হাসপাতাল ধ্বংসস্তূপ
মেঝেতে ছড়িয়ে অজস্র কাচের টুকরো। রোগীর শয্যা উল্টে পড়ে রয়েছে। জীবনদায়ী ওষুধ, ইঞ্জেকশন রাখার ফ্রিজ ভাঙাচোরা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আধ-ভাঙা ভেন্টিলেশন যন্ত্র থেকে কার্ডিয়াক মনিটর।
হাসপাতালে ভাঙচুর
তাণ্ডবকারীরা দাপট দেখিয়ে ভেঙে দিয়ে গেছে হাসপাতালে কোল্যাপসিবল গেটটা পর্যন্ত। ভাঙচুর করা হয়েছে কাচের দরজা। উল্টে পড়ে রয়েছে পুলিশ গুমটি পর্যন্ত।
ভয় দেখানো হচ্ছে
স্নাতকোত্তর স্তরের চিকিৎসক-পড়ুয়াদের অভিযোগ, আতঙ্কে রয়েছেন তারা। হুমকি ও ভয় দেখান হচ্ছে। আন্দোলনকারীরা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে। তাদের সাফ কথা- হামলা চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না।
সিবিআই তদন্ত
অন্যদিকে সিবিআই খতিয়ে দেখছে, তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনা পরিকল্পিত কিনা তাও খতিয়ে দেখছে।
সঞ্জয় রায়ের বয়ান
সিবিআই সূত্রের খবর, সঞ্জয়ের বয়ানে কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে। সেটা ধরেই তারা এগিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আরজি করে সিবিআই
সিবিআই কর্তরা বৃহস্পতিবার সন্ধ্যায় আরজি কর হাসপাতালে গিয়েছিল। সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করে।