২ সপ্তাহের বেশি জেরা, বাড়িতে তল্লাশি পর্ব শেষ, সিবিআই-এর জালে সন্দীপ ঘোষ
- FB
- TW
- Linkdin
১৬ অগাস্ট থেকে টানা জেরা, বাড়িতে তল্লাশির পর সোমবার গ্রেফতার সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনার তদন্তভার নেওয়ার পরেই সন্দীপ ঘোষকে জেরা শুরু করেছিলেন সিবিআই আধিকারিকরা। সোমবার সন্দীপকে গ্রেফতার করা হল।
সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার পরেই সন্দীপ ঘোষকে গ্রেফতার
সোমবার সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল সিবিআই। সন্ধেবেলা সেখান থেকে তাঁকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার পরেই গ্রেফতার করার কথা জানানো হয়।
সিবিআই দফতরে হাজিরা এড়াতে পারেননি, গ্রেফতারি থেকেও রেহাই পেলেন না সন্দীপ ঘোষ
১৫ অগাস্ট প্রথমবার সন্দীপ ঘোষকে তলব করেছিল সিবিআই। সেদিন হাজিরা না দিয়ে পরদিন আদালতের দ্বারস্থ হন সন্দীপ। কিন্তু আদালত তাঁকে রক্ষাকবচ দেয়নি। এবার গ্রেফতার হলেন সন্দীপ।
১৬ অগাস্ট রাস্তা থেকে সন্দীপ ঘোষকে তুলে নিয়ে গিয়ে জেরা করে সিবিআই
১৬ অগাস্ট সল্টলেকের রাস্তা থেকে সন্দীপ ঘোষকে নিজেদের গাড়িতে তুলে নিয়ে সিজিও কমপ্লেক্সে যান সিবিআই আধিকারিকরা। সেদিন থেকেই তাঁর জেরা শুরু হয়।
১৬ অগাস্ট সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন বলে রটে গেলেও, সেই জল্পনা সত্যি ছিল না
১ অগাস্ট সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরেই বিভিন্ন মহল থেকে বলা হয়, তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। কিন্তু সন্দীপ গ্রেফতার হলেন সোমবার।
আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার তদন্তভার নেওয়ার পর প্রথম গ্রেফতারি সিবিআই-এর
সিবিআই এতদিন সন্দীপ ঘোষকে জেরা করেছে, বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে। সোমবারই প্রথম কাউকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
দীর্ঘ জেরার পর শেষপর্যন্ত গ্রেফতার হলেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ
২ সপ্তাহের বেশি সময় ধরে সন্দীপ ঘোষকে টানা জেরা করে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। এবার তাঁরা সন্দীপকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করবেন।
সন্দীপ ঘোষের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই আন্দোলনকারীদের মধ্যে খুশির জোয়ার
আর জি করের ঘটনার বিচার চেয়ে যাঁরা আন্দোলন করছেন, তাঁরা এতদিন ধরে সন্দীপ ঘোষকে গ্রেফতার করার দাবি জানাচ্ছিলেন। সোমবার সেই দাবি পূরণ হল।
ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সঙ্গে সন্দীপ ঘোষের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে
আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার হওয়া সঞ্জয় রায়ের সঙ্গে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সম্পর্ক বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ খতিয়ে দেখছে সিবিআই।
সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুর্নীতির অভিযোগ উঠেছে
সন্দীপ ঘোষ আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ থাকাকালীন বিভিন্ন দুর্নীতি করেছেন বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগেরও তদন্ত করছে সিবিআই।
সোমবার সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ায় রাজ্য সরকার ও শাসক দলের উপর চাপ বাড়ল
সন্দীপ ঘোষ অত্যন্ত প্রভাবশালী হিসেবে পরিচিত। রাজ্য সরকার এতদিন তাঁর পাশে থেকেছে। এবার সন্দীপ গ্রেফতার হওয়ায় সরকার ও শাসক দল আরও চাপে পড়ে গেল।
সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ায় আন্দোলকারীদের পাশাপাশি বিরোধী দলগুলিও খুশি
আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার বিরুদ্ধে অরাজনৈতিক ও রাজনৈতিক আন্দোলন চলছে। সোমবার সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ায় সবপক্ষই খুশি।