সংক্ষিপ্ত
রাজ্য সরকারের আপত্তিতে গত শুক্রবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হয়নি। সোমবার শীর্ষ আদালতে শুনানি হতে চলেছে। তবে সোমবার সকালে এই মামলার শুনানি হচ্ছে না। সোমবার দুপুর দুটো নাগাদ শুনানি হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চের তালিকায় ৪২ নম্বরে আছে আর জি কর মামলা। প্রধান বিচারপতি ছাড়াও শুনানিতে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। এই মামলায় প্রায় ৪২টি পক্ষ যুক্ত। সবমিলিয়ে আইনজীবীর সংখ্যা দুই শতাধিক। আর জি কর মামলার দিকে সারা দেশের নজর আছে। দুর্গাপুজোর আগে সোমবারই শেষ শুনানি হতে চলেছে। ফলে সোমবার সুপ্রিম কোর্টে শুনানিতে কী হয়, তার উপর পুজোর সময় বিচারের দাবিতে আন্দোলন নির্ভর করছে।
২ সপ্তাহ পর সুপ্রিম কোর্টে শুনানি
১৭ সেপ্টেম্বর শেষবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হয়েছিল। এরপর গত শুক্রবার, ২৭ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন রাজ্য সরকারের নিযুক্ত আইনজীবীর কিছু সমস্যা থাকায় শুনানি পিছিয়ে যায়। সোমবার ফের শুনানি হতে চলেছে। এর আগেও একবার আর জি কর মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি চন্দ্রচূড় সেদিন আদালতে হাজির হতে না পারায় শুনানি পিছিয়ে যায়। সেদিনের পরিবর্তে ১৭ সেপ্টেম্বর শুনানি হয়। সেই শুনানি চলাকালীন সিবিআই-এর পেশ করা রিপোর্ট দেখে বিস্ময় প্রকাশ করেছিলন বিচারপতিরা। তদন্তের জন্য আরও সময় দেওয়া প্রয়োজন বলে জানিয়েছিল তিন বিচারপতির বেঞ্চ। ফলে সোমবারের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
হতাশ নির্যাতিতার পরিবার
সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ আর জি কর মেডিক্যাল কলেজে নৃশংস অত্যাচারের শিকার হওয়া চিকিৎসকের পরিবার। তাঁরা চাইছেন যত দ্রুত সম্ভব দোষীদের শাস্তি দেওয়া হোক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
আরজি কর কাণ্ডের প্রতিবাদের নতুন পদ্ধতির কথা জানালেন লগ্নজিতা, দিলেন বিশেষ ভিডিও বার্তা
‘কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করা খুব জরুরি’ আরজি কর ইস্যুতে মুখ খুললেন কিরণ রাও
আর জি কর নিয়ে ছবি, 'দল-বিরোধী কাজের' দায়ে তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক