জেলে ঢুকেই মামা বাড়ির আবদার আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়ের! মেটানো হল সব দাবি
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের আঁচ পৌঁছেছে দেশের বিভিন্ন প্রান্তে। ঘটনার অভিঘাতে উত্তাল গোটা দেশ। এই ঘটনায় ধৃত সঞ্জয় রায় এখন জেলে। তবে তার আবদারের বহর শুনে মাথায় হাত জেলকর্তাদের!
| Published : Aug 25 2024, 11:38 AM IST / Updated: Aug 25 2024, 11:42 AM IST
- FB
- TW
- Linkdin
গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছে এক চিকিৎসকের রক্তাক্ত দেহ। ময়না তদন্তের রিপোর্ট স্পষ্ট করে বলা হয়েছে চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে।
আরজি কর ঘটনার প্রথম থেকেই গোটা দেশে শুরু হয় প্রতিবাদের ঝড়। সারা রাজ্য তোলপাড় হয়ে যায় এই ঘটনার ধাক্কায়।
কলকাতা পুলিশ ২৪ ঘন্টার মধ্যে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে। বর্তমানে সে জেলে।
এদিকে, আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায় প্রেসিডেন্সি জেলে প্রবেশ করার পরেই জেল কর্মীদের কাছে একটি বিশেষ আবেদন জানালেন।
তার আবদার শুনে মাথায় হাত জেল কর্তাদের। জেলে ঢুকেই এমন আবেদন নিয়ে চিন্তায় পড়েছে কর্তৃপক্ষ।
তবে সঞ্জয়ের সেই আবেদন মেনে নিয়েছে জেল কর্তৃপক্ষ। তার আবদার রাখা হয়েছে বলে বিশেষ সূত্রে খবর।
সঞ্জয় বলে "জেরায় জেরায় আমি ক্লান্ত। আমাকে খেতে দিতে হবে না। শান্তিতে একটু ভালো করে ঘুমাতে দিন।"
সঞ্জয় রায়ের এই আবেদন জেলের কর্মীদের হাতজোড় করে করা হয়েছে। রাতে সাধারণ খাবার ডাল-রুটি এবং সব্জি খেয়ে সেলে টানা ঘুমাচ্ছেন তিনি।
জেলের সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় রায়কে দুই প্রাক্তন মন্ত্রীর সেলের পাশেই রাখা হয়েছে।
জেল কর্মীরা জানিয়েছেন, সঞ্জয়ের নাম শুনে একজন বন্দী, বালু, মন্তব্য করেছেন যে, “এইসব নোংরা লোকদের নাম একদম আলোচনা করবেন না।”
সঞ্জয় রায়ের এই বিশেষ আবেদন ও তার সেল পরিস্থিতি জেল কর্তৃপক্ষের কাছে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।