সংক্ষিপ্ত

আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে ৩০ জন প্রতিনিধি নবান্নে যাবেন। তারা মুখ্যসচিবের দেওয়া ১৫ জনের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৩০ জনের দাবিতে অনড় রয়েছেন। জুনিয়র ডাক্তাররা বৈঠকের সরাসরি সম্প্রচারেরও দাবি জানিয়েছেন।

১৫তে রাজি নয়, ৩০ জন প্রতিনিধি যাবে নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেবনে। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা এমনটাই জানিয়ে দিয়েছেন। তারা আরও জানিয়েছেন, মুখ্যসচিব মনোজ পন্থের দেওয়া চিঠির পর এমনটাই জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের তরফে মুখ্যসচিবকে ইমেল মারফত জানিয়ে দেওয়া হয়েছে, ১৫ নয়, ৩০ জন প্রতিনিধি নবান্নে যাচ্ছেন বৈঠকের জন্য।

বৃহস্পতিবার বিকেল ৫টায় নবান্নে বৈঠকের আন্দোলনকারীদের চিঠি দিয়ে জানিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সেই চিঠিতে বলা হয়েছিল ১৫ জন প্রতিনিধি নিয়ে তাঁরা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারে। আলোচনার জন্য নবান্নর রাস্তা খোল রয়েছে। রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেল ৫টায় আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকদের প্রতিনিধিদের বৈঠকের জন্য ডাকা হয়েছে। নবান্নের কনফারেন্স হলে বৈঠক হবে। নবান্নের বৈঠকের সরাসরি সম্প্রচার হবে না। তবে স্বচ্ছ্বতার জন্য বৈঠকের রেকর্ড করা যেতে পারে। বৈঠকের আলোচ্য বিষয়গুলি নথিভুক্ত করা হবে। কিন্তু বৈঠকে থাকবে জুনিয়র ডাক্তারদের ১৫ জনের প্রতিনিধি দল। এতে আপত্তি রয়েছে জুনিয়র ডাক্তাররা। তাদের তরফে পাল্টা জানান হয়েছে ৩০ জন প্রতিনিধি নিয়েই তাঁরা নবান্নে যাবে।

নবান্নের চিঠি পাওয়ার পরই আন্দোলনকারী চিকিৎসকদের জেনারেল বডির বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৫ নয়। ৩০ জনের প্রতিনিধি নবান্ন যাবে। তারা সাংবাদিকদের জানিয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে যে বার্তা এসেছে তাতে তারা স্বাগত জানাচ্ছে। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানান হয়েছে, 'মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করতে চাইছ কিছুক্ষণের মধ্যেই বেরোচ্ছি। আমাদের বক্তব্য ইমেল মারফত নবান্নে জানিয়েছি। আমাদের ৩০ জনের প্রতিনিধি নবান্নে যাচ্ছে। রাজ্যে ২৬টি মেডিক্যাল কলেজ। তাই প্রতিনিধির সংখ্যা ৩০এর কম হওয়া সম্ভব নয়।' একই সঙ্গে জুনিয়র ডাক্তাররা সরাসরি বৈঠক সম্প্রচারেরও দাবিও রাখছে। আন্দোলনকারীরা আরও জানিয়েছে, 'সরাসরি সম্প্রচার মুখ্যমন্ত্রীর দেখান পথ। সুপ্রিম কোর্টের শুনানি, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক সাসরি সম্প্রচার হয়। তাহলে জনগণের দাবি নিয়ে এই বৈঠক লুকানোর কী আছে? লুকানোর কিছু নেই বলেই আমরা মনে করি। ' নবান্ন এই বিষয়টি বিবেচনা করবে। তারা আরও জানিয়েছে, খোলা মন নিয়েই আলোচনার জন্য তারা নবান্নে যাচ্ছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।