সংক্ষিপ্ত
আরজি কর কাণ্ডের বিচার প্রক্রিয়া চলছে। বুধবার দিনেই এক অদ্ভুত কাণ্ড ঘটাল ধৃত সঞ্জয় রায়। প্রিজন ভ্যালে ওঠার আগে ফ্লায়িং কিস করতে দেখ গেল সঞ্জয়কে।
পুলিশ তাকে ফাঁসিয়েছে। বিনীত গোয়েল এবং ডিসি স্পেশ্যাল সব জানে। সোমবার আদালত চত্বরে সাংবাদিকদের সামনেই চিৎকার করে এমনই দাবি করেছিলেন সঞ্জয় রায়। তাৎপর্যপূর্ণভাবে এরপরই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিরোধীদের খোঁচা, বিনীত গোয়েলের নাম নিয়েছে সঞ্জয়। যাতে আর কিছু বলতে না পারে তাই তার নিরাপত্তা বাড়ানো হয়। সাংবাদিকদের সামনে দিতে আসতে চায় না প্রশাসন। এরই মাঝে বুধবার এক অদ্ভূত আচরণ করলেন সঞ্জয়। জনতা ও সাংবাদিকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দিলেন তিনি। তাঁর আচরণ নামজাদা অভিনেতাদের কথা মনে করিয়ে দিল সকলকে।
এদিকে সঞ্জয় রায় দাবি করে তাঁকে ফাঁসানো হয়েছে। প্রাক্তন সিপি বিনীত গোয়েল এবং ডিসি স্পেশ্যালকে জিজ্ঞাস করলে সব জানা যাবে বলে দাবি করেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে রিপোর্ট তলব করেছে রাজ্যপাল সিভি আনন্দ বোস।
গত ৯ অগস্ট আরজি কর থেকে উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের দেহ। তাকে ধর্ষণ করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় অভিযুক্ত হন সঞ্জয় রায়। তাকে গ্রেফতার করে পুলিশ। সে পেশায় সিভিক ভলেন্টিয়ার ছিল। বর্তমানে ঘটনার তদন্ত করছে সিবিআই। ঘটনার তদন্ত করতে গিয়ে একে একে সত্য সামনে আসে। যা দেখে চমক পেয়েছে সকলে। আর্থিক দুর্নীতি থেকে শবদেহের সঙ্গে যৌন মিলনের ঘটনা আসে সামনে। তেমনই হাসপাতালের একাধিক দুর্নীতি সামনে আসে।