লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক দাবী কুণাল ঘোষের, কি বললেন দেখুন
ট্রেনে রিষড়া পৌঁছতে স্টেশনেই লকেটকে আটকে দেয় পুলিশ। পুলিশকর্মীদের সঙ্গে লকেটের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এই প্রসঙ্গেই বিস্ফোরক দাবি কুণাল ঘোষের। কুণাল ঘোষ বলেন, ‘লকেটের ব্যাপারটা অন্যরকম। দিল্লিতে সাংবাদিক বৈঠকে দেবশ্রী ও লকেটের ভীষণ ঝগড়া হয়।’
ট্রেনে রিষড়া পৌঁছতে স্টেশনেই লকেটকে আটকে দেয় পুলিশ। পুলিশকর্মীদের সঙ্গে লকেটের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এই প্রসঙ্গেই বিস্ফোরক দাবি কুণাল ঘোষের। কুণাল ঘোষ বলেন, 'লকেটের ব্যাপারটা অন্যরকম। দিল্লিতে সাংবাদিক বৈঠকে দেবশ্রী ও লকেটের ভীষণ ঝগড়া হয়। দুইটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। দেবশ্রী চৌধুরী লকেটকে খুব অপমান করেছে। দুঃখ-হতাশা-অবসাদে ভুগছিল লকেট চট্টোপাধ্যায়। এরপরেই রিষড়ায় এসে তিনি এই কান্ড ঘটিয়েছেন। খবরে ভেসে থাকতেই লকেট এই কান্ড করেছেন।'