Zoological Garden Alipore: প্রতি বছর শীতকালে কলকাতার যে জায়গাগুলিতে সবচেয়ে বেশি ভিড় হয় তার মধ্যে শীর্ষে থাকে আলিপুর চিড়িয়াখানা। সব বয়সের মানুষকেই আকর্ষণ করে চিড়িয়াখানা। কিন্তু সেখানে নিয়ম মেনে চলার কোনও ব্যাপার নেই।

DID YOU
KNOW
?
চিড়িয়াখানায় ভিড়
শীতের শুরু থেকেই আলিপুর চিড়িয়াখানায় প্রবল ভিড় হচ্ছে। ফলে চিড়িয়াখানার আশেপাশে যানজটও হচ্ছে।

Kolkata Zoo: নিয়ম আছে। নিয়ম মেনে চলার জন্য বার্তাও দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে তার প্রয়োগ দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বা নিয়ম মেনে চলার প্রবণতা দেখা যাচ্ছে না। যাঁদের নিয়ম মেনে চলার জন্য মানুষকে বাধ্য করার কথা, তাঁদের দেখা পাওয়াই যাচ্ছে না। নিয়ম লঙ্ঘনই যেন আলিপুর চিড়িয়াখানায় (Zoological Garden Alipore) অলিখিত নিয়মে পরিণত হয়েছে। চিড়িয়াখানা গেলেই দেখা যাচ্ছে প্রবেশদ্বারের অনেক আগে থাকতেই পোস্টার-ব্যানারের মাধ্যমে নিয়ম-কানুন স্পষ্ট করে দেওয়া হয়েছে। পশু-পাখিদের খেতে না দেওয়া, বিরক্ত বা জ্বালাতন না করা, ব্যাডমিন্টন, ফ্লাইং ডিশ, ফুটবল, ক্রিকেট খেলার উপর নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। কিন্তু যাঁরা চিড়িয়াখানায় যাঁদের তাঁদের অনেকেই সব নিয়ম লঙ্ঘন করছেন। কেউ কিছু বলার নেই।

চিড়িয়াখানায় কোনও নিয়মই মানা হবে না?

চিড়িয়াখানায় যাওয়ার পথে প্রথম ধাক্কা হল, রাস্তা পারাপার করার ফুট ওভারব্রিজে এসকেলেটর খারাপ। ফলে হাজার হাজার মানুষের ভরসা সংকীর্ণ সিঁড়ি। দু'দিক থেকে সেই সিঁড়ি দিয়ে মানুষ নামছে-উঠছে। ফলে সবারই সমস্যা হচ্ছে। বিশেষ করে বয়স্ক মানুষ ও শিশুদের সমস্যা বেশি। তারপর সিঁড়ি ভেঙে চিড়িয়াখানায় প্রবেশ করে দেখা গেল, অনেকেই ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট খেলছেন, পশু-পাখিদের খাঁচার সামনে দাঁড়িয়ে তারস্বরে চিৎকার করছেন, বাঘের খাঁচার সামনে এত ভিড় জমে যাচ্ছে যে চলাফেরা করা যাচ্ছে না, ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিও হচ্ছে। বহু মানুষ চিড়িয়াখানার মাঠ বা বসার জায়গায় খাওয়া সেরে সেখানেই অবশিষ্টাংশ, থালা-বাটি ফেলে রেখে যাচ্ছেন। অতীতে চিড়িয়াখানার নিজস্ব নিরাপত্তারক্ষীদের দেখা যেত। কিন্তু এখন সেরকম কাউকে দেখা যাচ্ছে না। অনেক যুবক-যুবতী গলায় চিড়িয়াখানা কর্তৃপক্ষের দেওয়া পরিচয়পত্র ঝুলিয়ে ঘুরছেন। কিন্তু তাঁদের কাজ কী, তা স্পষ্ট নয়। 

চিড়িয়াখানায় ভাড়া খাটছে পুলিশ!

চিড়িয়াখানায় নিয়ম লঙ্ঘনের বিষয়ে এশিয়ানেট নিউজ বাংলার পক্ষ থেকে এক পুলিশকর্মীকে প্রশ্ন করা হয়েছিল। নাম প্রকাশ করা যাবে না এই শর্তে তিনি বললেন, 'কতজনকে ধরব বলুন তো? আর ধরে তারপর কী করব? আপনারা যেমন একদিনের জন্য ঘুরতে এসেছেন, আমরাও তেমনই একদিনের জন্য ভাড়া খাটতে এসেছি।' এই পুলিশকর্মীর বক্তব্যেই চিড়িয়াখানার ছবি স্পষ্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।