- Home
- West Bengal
- Kolkata
- Samik Bhattacharya: শমীকের টিমে প্রাসঙ্গিক আদিরাই, ছাব্বিশের নির্বাচন নিয়ে সতর্ক গেরুয়া শিবির
Samik Bhattacharya: শমীকের টিমে প্রাসঙ্গিক আদিরাই, ছাব্বিশের নির্বাচন নিয়ে সতর্ক গেরুয়া শিবির
Samik On Election Issues: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের ময়দানে গেরুয়া শিবিরের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ কী? এবার নিজেই খোলসা করলেন রাজ্য বিজেপির সদ্য নির্বাচিত সভাপতি শমীক ভট্টাচার্য। বিশদে জানুন…

ভোটে কাদের উপর আস্থা শমীকের?
আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে অকপট বিজেপির সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বুঝিয়ে দিয়েছেন যে, রাজ্য বিধানসভা ভোটে তার আদি কর্মী সমর্থকদের উপর পূর্ণ আস্থা রয়েছে।
নির্বাচন নিয়ে রাজ্য সভাপতির বার্তা
বিধানসভা ভোট নিয়ে আদি ও নব্যপন্থী নেতাদের একসঙ্গে চলার বার্তা আগেই দিয়েছেন তিনি। এবার তিনি বুঝিয়ে দিলেন এদিক-ওদিক থেকে লোক জোগাড় করে বিজেপি চলে না। তার দলের নিজস্ব রাজনৈতিক ভাবধারা আছে।
শমীকের টিমে আদিদের গুরুত্ব
জানা গিয়েছে, রাজনীতির ময়দানে এতদিন ধরে যারা বিজেপিকে একটু একটু করে গড়ে তুলেছে এবার তাঁদের বেশি গুরুত্ব দিতে চলেছেন শমীক ভট্টাচার্য। চার দশকের বেশি সময় ধরে থাকা নেতা কর্মীদের শমীক ভট্টাচার্যের টিমে নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠতে শুরু করেছে।
দলবদলু নিয়ে বড় পদক্ষেপ
ভোটের আগে দলবদলু নিয়েও বড় পদক্ষেপ করতে চলেছে গেরুয়া শিবির। জানা গিয়েছে, এর আগে যেভাবে অন্য দল থেকে বিজেপিতে যোগদানের প্রবণতা বেড়েছিল তা এবার বন্ধ হতে চলেছে।
হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া
একদিকে গুজরাটকে অপমান করবেন আর এরাজ্যের মানুষ গুজরাটে গিয়ে কাজ করবে এটা হতে পারে না। এরাজ্যের সরকারকে সেটা বুঝতে হবে। ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে হেমন্ত বিশ্বশর্মার এর মন্তব্যকে । তৃণমূল নোংরা রাজনীতি করার চেষ্টা করছে।
শুভেন্দুর পাশে শমীক!
এদিন তিনি আরও বলেন, ‘’বিরোধী দলনেতা বাংলার মানুষের কন্ঠস্বর । পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ করতে পারবেন না রাজনীতি করবেন ধর্ম নিয়ে আর বাংলায় এসে বলবেন কাশ্মীর যাবেন তাহলে তো বিরোধী দলনেতা বলবেন যে আগে পরিস্থিতি ঠিক করুন তারপর যাবেন কাশ্মীর। বিজেপির অবস্থান সকলের জানা। কাশ্মীর আমাদের ভারতের অবিচ্ছেদ্য অংশ । আজ না হোক কাল সেখানে যাবেন আপনিও।''
ভাঙড় নিয়ে তৃণমূলকে তোপ
'তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই তো এই ব্যবস্থা। আর একারণেই তৃণমূলের বিসর্জন দরকার। শওকত মোল্লাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় বোমাবাজ বলে অভিহিত করেছেন। রাজ্জাকের পুত্র বলে যাকে অভিহিত করা হতো তাকেই নিজেদের দলে নিয়েছে তৃণমূল।'

