Ahmedabad Plane Crash: পাইলটদের দোষারোপ করার চেষ্টা চলছে এবং তদন্তে কোনও স্বচ্ছতা নেই বলে অভিযোগ তুলেছে এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া।

Ahmedabad Plane Crash: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টকে কার্যত, নাকচ করে দিয়েছে পাইলটদের সংগঠন। পাইলটদের দোষারোপ করার চেষ্টা চলছে এবং তদন্তে কোনও স্বচ্ছতা নেই বলে রীতিমতো অভিযোগ তুলেছে এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এএলপিএ-আই)।

দায়িত্বজ্ঞানহীনভাবে এই রিপোর্টটি মিডিয়াতে ফাঁস করা হয়েছে এবং সেই রিপোর্টে কোনও স্বাক্ষর নেই বলেও এএলপিএ সভাপতি স্যাম থমাস একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন। সেইসঙ্গে, তিনি দাবি জানিয়েছেন, অভিজ্ঞ পাইলটদেরকে তদন্তকারী দলের সঙ্গে যুক্ত করা উচিত। দুর্ঘটনার জন্য শুধু পাইলটরাই দায়ী! এমনভাবেই রিপোর্টটি তৈরি করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছে এই সংগঠন।

প্রসঙ্গত, পাইলটদের ভুলের কারণকেই দুর্ঘটনার প্রধান কারণ বলে ধরে নেওয়া হচ্ছে। তবে পাইলটদের সংগঠন সেই দাবিকে করে দিয়েছে এবং কার্যকরী তথ্যের উপর ভিত্তি করে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন স্যাম থমাস। অত্যন্ত গোপনীয়ভাবে এবং কোনও স্বচ্ছতা ছাড়াই তদন্ত চলছে বলেও গুরুতর অভিযোগ করছেন তারা। তদন্তকারী দলে কেন বিশেষজ্ঞ পাইলটদের রাখা হয়নি, সেই বিষয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

Scroll to load tweet…

আসলে বিমানটি ওড়ার কয়েক মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে এবং ইঞ্জিনে জ্বালানি সরবরাহকারী দুটি সুইচই বন্ধ হয়ে যায় বলে প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে। তবে সেই তদন্ত রিপোর্টের তথ্য আগেভাগেই মিডিয়াতে ফাঁস করা হয়েছে বলে অভিযোগ তুলেছে পাইলটদের সংগঠন। 

বিশেষত জ্বালানি নিয়ন্ত্রক সুইচের অসাবধানতার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে ১০ জুলাই, ওয়াল স্ট্রিট জার্নালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। কিন্তু এত গোপনীয় একটি তদন্তের তথ্য কীভাবে আন্তর্জাতিক মিডিয়াতে ফাঁস হয়ে গেল, তা নিয়েই প্রশ্ন তুলেছে পাইলটদের সংগঠন। তাছাড়া মিডিয়াতে প্রকাশিত হওয়া সেই প্রতিবেদনে দায়িত্বপ্রাপ্তদের কোনও স্বাক্ষর নেই বলেও অভিযোগ করেছে এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।