কলকাতায় সরস্বতী পুজোর বাজারে এবার আকর্ষণের কেন্দ্রে কৃষ্ণনগরের প্রতিমা
কৃষ্ণনগরের প্রতিমায় এবার মাত সরস্বতি পুজোর বাজার। কৃষ্ণনগরের প্রতিমার দাম শুরু ৫০০ থেকে ২০০০ টাকা। এছাড়াও মিলছে স্থানীয় শিল্পীদের তৈরি করা প্রতিমা। তবে বাজারের বিক্রিবাট্টা নিয়ে সন্তুষ্ট নন কিছু প্রতিমা শিল্পী।
কৃষ্ণনগরের প্রতিমায় এবার মাত সরস্বতি পুজোর বাজার। কৃষ্ণনগরের প্রতিমার দাম শুরু ৫০০ থেকে ২০০০ টাকা। এছাড়াও মিলছে স্থানীয় শিল্পীদের তৈরি করা প্রতিমা। তবে বাজারের বিক্রিবাট্টা নিয়ে সন্তুষ্ট নন কিছু প্রতিমা শিল্পী। প্রতিমা তৈরির খরচ বাড়লেও ঠাকুরের দাম বাড়ানো যাচ্ছে না। এমনই খেদ প্রকাশ করেছেন কিছু প্রতিমা শিল্পী। প্রতিমা তৈরির খরচ মানলে সাইজ অনুযায়ী দাম বাড়া উচিত। কিন্তু দাম বাড়লে বিক্রি আরও কমে যাবে, হতাশ ভরা উত্তর শিল্পীদের।