অবহেলা নয়, মনের যোগাযোগই সিজোফ্রেনিয়া দূর করতে পারে, বার্তা চিকিৎসকদের

বুধবার বিশ্ব সিজোফ্রেনিয়া সচেতনতা দিবস। কলকাতা মেডিক্যাল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। চিকিৎসক, অধ্যাপক, চিকিৎসাকর্মীদের পাশাপাশি পড়ুয়ারাও এই অনুষ্ঠানে ছিলেন।

/ Updated: May 24 2023, 07:31 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বুধবার বিশ্ব সিজোফ্রেনিয়া সচেতনতা দিবস। সারা বিশ্বে পালিত হচ্ছে দিনটি। কলকাতা মেডিক্যাল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। চিকিৎসক, অধ্যাপক, চিকিৎসাকর্মীদের পাশাপাশি পড়ুয়ারাও এই অনুষ্ঠানে ছিলেন। সিজোফ্রেনিয়া সম্পর্কে ভুল ধারণা দূর করা, উপযুক্ত চিকিৎসা, এই রোগে আক্রান্ত ব্যক্তিদের সমাজের মূলস্রোতে ফেরানো সম্পর্কে আলোচনা করা হয়। যাঁরা সিজোফ্রেনিয়া আক্রান্তদের সেবা করছেন, তাঁরা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানান। সবার বক্তব্যের নির্যাস হল, সিজোফ্রেনিয়া আক্রান্তদের দূরে সরিয়ে রাখা উচিত নয়। তাঁদের সঙ্গে কথা বলে মনের অবস্থা বুঝে ঠিকমতো চিকিৎসা করলে সুস্থ করে তোলা যায়। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা সুস্থ তো হয়ে উঠতে পারেনই, নানা কাজও ভালোভাবেই করতে পারেন। দরকার শুধু একটু যত্ন।