সংক্ষিপ্ত
শনিবার দিনের শুরুতেই নিত্য যাত্রায় ব্যাঘাত। বড়সড় বিপদের আশঙ্কা শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচলে।
দিনের শুরুতেই থমকে গেল নিত্য যাত্রীদের যাতায়াত। বড়সড় বিপদের আশঙ্কা শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচলে। রেল লাইনে ফাটলের জেরে ঘটতে পারত মারাত্মক বিপদ। শনিবার বিষয়টি নজরে আসায় আগেভাগে তড়িঘড়ি ব্যবস্থা নিল রেল।
শনিবার সকালবেলা দেখা যায় যে, শিয়ালদা দক্ষিণ শাখায় পার্কসার্কাস রেল স্টেশনের কাছে একটি রেল লাইনে বেশ বড়সড় একটি ফাটল রয়েছে। সেখান দিয়ে ট্রেন চলাচল করলে মারাত্মক বিপদ হতে পারে। আশঙ্কার কথা জানিয়ে অতি দ্রুত রেলের আধিকারিকদের কাছে খবর দেওয়া হয়।
রেলের তরফে সঙ্গে সঙ্গে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তৎপরতার সঙ্গে শুরু করা হয়েছে লাইনের ফাটল মেরামতির কাজ। দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ স্টেশনে কাজ হওয়ার দরুন ট্রেন চলাচল স্থগিত হয়ে যাওয়ায় ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। ট্রেনযাত্রার বিকল্প পথ খুঁজে গন্তব্যে পৌঁছতে দীর্ঘ সময়ও পেরিয়ে গিয়েছে সাধারণ মানুষের।