দুর্গাপুজো ২০২৩: জানেন কি এবছর উত্তর কলকাতার সেরা ১০টি পুজো কোনগুলো? রইল হদিশ
- FB
- TW
- Linkdin
বেলেঘাটা ৩৩ পল্লী
এবারেও সকলের জন্য এক অসাধারণ মণ্ডপ সজ্জা করেছে বেলেঘাটা ৩৩ পল্লী। প্রকৃতি বাঁচানোর বার্তা দিয়েছে তাঁরা। একেবারে বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছে পুজোতে।
সন্তোষ মিত্র স্কোয়ার
সন্তোষ মিত্র স্কোয়ার-র এবার নির্মান করা হয়েছে রাম মন্দির। অযোধ্যা গিয়ে আসল রামমন্দির দর্শন করে এসে তবেই শিল্পীরা এই মন্ডপ তৈরিতে হাত দেন। এই পুজো এবছর উত্তর কলকাতার বিশেষ আকর্ষণ।
দমদম তরুণ দল
প্রতি বছরই দমদম তরুণ দলের পুজো সকলের নজর কাড়ে। ৪৬ তম বর্যে পা দিল এই পুজো। সুভাষচন্দ্র বসু ও ঝাঁসির রানি বাহিনীর বাঙালি সদস্যদের নিয়ে তাঁদের বিশেষ নিবেদন।
দমদম পার্ক ভারতচক্র
২৩ তম বছরে পা দিল দমদম পার্ক ভারতচক্র। তাদের এবারের ভাবনা পুতুল। এবার পুতুল গিয়েই নির্মান করেছেন গোটা মন্ডপ।
কুমোরটুলি সর্বজনীন
কুমোরটুলি সর্বজনীন-র এবারের থিম হস্তশিল্পীদের সঙ্গে যন্ত্র শিল্পীদের লড়াই। একেবারে নতুনত্ব নিয়ে এসেছে এই পুজো।
চোরবাগান সর্বজনীন
উত্তর কলকাতারও আরও এক আকর্ষণ হল চোরবাগান সর্বজনীন। এবারের থিম অনুভূতি। একেবার অন্যরকম সজ্জা দেখা যাবে এই পুজো মন্ডপে।
মানিকতলা চালতাবাগান
মানিকতলা চালতাবাগানের এবারের থিম অজানা কে জানা। ছোট বেলার গরুর গাড়ি থেকে কুয়ো থেকে জল তোলার মতো বিষয়, যা আজ হারিয়ে গিয়েছে তা উঠে আসবে এই মানিকতলা চালতাবাগানের পুজোতে।
লালাবাগান নবঙ্কুর
৬৪ তম বর্ষে পা দিল লালাবাগান নবঙ্কুর। পুরাণের গল্প ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো প্যান্ডেলে। তিন শক্তির রূপের দেখা মিলিছে লালাবাগান নবঙ্কুরের পুজোয়।
নলিন সরকার স্ট্রিট
উত্তর কলকাতার আরও একটি উল্লেখযোগ্য পুজো হল নলিন সরকার স্ট্রিট। ৯১ তম বর্ষে পা দিল নলিন সরকার স্ট্রিটের পুজো। এবারের থিম সম্ভাবনা।
হাতিবাগার সর্বজনীন
৮৯ বছরে পা দিল হাতিবাগার সর্বজনীন। এবছরে তাঁদের পুজোর ভাবনা দোসর। আলোর কাজ এবার নজর কেড়েছে হাতিবাগার সর্বজনীন পুজো মন্ডপে।