কালীপুজোয় ভাসবে কলকাতা? উৎসবের আগে বিরাট পরিবর্তন আবহাওয়ার, রইল আপডেট
- FB
- TW
- Linkdin
গত সপ্তাহ জুড়ে চলেছে বৃষ্টি। পড়েছিল ঘূর্ণিঝড়ের প্রভাব। কদিন দিন ধরে বৃষ্টিতে নাজেহাল হয়েছিল সাধারণ মানুষের অবস্থা।
শনিবার সকাল থেকে আবহাওয়া উন্নত হয়েছে। কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি কমতে শুরু করেছে। রবিবার ও সোমবার আবহাওয়া ছিল উন্নত।
সোমবার আকাশ ছিল পরিষ্কার। সারা দিন তাপমাত্রা ছিল আরাম দায়ক। বৃষ্টি হয়নি কোনও জেলায়। তেমনই রোদ ঝলমলে আকাশ দেখেছেন সকলে।
এদিকে কালীপুজোর আর একদিন বাকি। এই সময় আবহাওয়া কেমন থাকে তা নিয়ে চিন্তিত সকলে।
ধনতেরাস থেকে ভাইফোঁটা এই সময় টানা কদিন ধরে তলে উৎসব। তবে, আবহাওয়া সঠিক না থাকলে এই উৎসব মাটি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, কালীপুজো ও দীপাবলিতে বৃষ্টি তেমন সমস্যা তৈরি করবে না। এউ সময় বৃষ্টির সম্ভাবনা নেই।
এই সময় ধীরে ধীরে গোটা রাজ্যেই রাজ্যের আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। পড়বে শীত। তবে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আপাতত রাজ্যের কোথাওই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, রাজ্যের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।
সব মিলিয়ে আজকের আবহাওয়াও থাকবে মনোরম। কালকের থেকে ১ ডিগ্রি তারমাত্রা বাড়তে পারে এই সময়।
আজ পরিষ্কার আকাশ থাকবে। তেমনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস।