সংক্ষিপ্ত
শুধু দেশে নয়, বিদেশে গিয়েও এই রাজ্যের নাম ডুবিয়ে এসেছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাও আবার যৌন কেলেঙ্কারির দায়! সম্প্রতি সামনে এসেছে সিবিআই হেফাজতে থাকা সন্দীপ ঘোষের আরও একটি কেচ্ছা। হংকং-এর এক পুরুষ নার্সকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ উঠেছে সন্দীপের বিরুদ্ধে।
সাত বছর আগে হংকং-এর একটা হাসপাতালের পুরুষ নার্সিং পড়ুয়াকে যৌন নিগ্রহ করার দায়ে জেলে যেতে যেতে হয়েছিল সন্দীপকে। আপত্তিকরভাবে সেই নার্সিং ছাত্রের শরীরে হাত দেওয়ার অভিযোগ উঠেছিল। শরীরের পাশাপাশি গোপনাঙ্গেও হাত দেওয়ার চেষ্টা করা হয়েছিল। যা খবর হাতে আসছে তাতে বলা হয়েছে, সংশ্লিষ্ট চিকিৎসকের নাম সন্দীপ ঘোষ, তিনিও ভারতীয়। তিনিও অর্থোপেডিক বিভাগের চিকিৎসক। এই ঘটনার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সন্দীপকে। একাধিক তথ্য অনুযায়ী সেই সন্দীপ আর এই সন্দীপ একই ব্যক্তি।
এই ঘটনা ২০১৭ সালে হংকং-এর কাউলুনের কুইন এলিজাবেথ হাসপাতালের। ছাত্র পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তারপরই পুলিশ গ্রেফতার করে। সাউথ চায়না মর্নিং পোস্ট-র একটি প্রতিবেদন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়েছে অভিযোগকারী দাবি করেছিল,তাঁর পশ্চাদ্দেশে চাপড় মেরে গোপানাঙ্গ ছুঁয়ে ডাক্তার বলেছিল, 'ডু ইউ লাইক দিস?' প্রতিবেদনে বলা হয়েছে শোল্ডার ডিসলোকেশন ফিক্স করা হাতে কলমে শেখানে পশ্চাদ্দেশে হাত দিয়েছিলেন সংশ্লিষ্ট চিকিৎসক সন্দীপ ঘোষ। জানা যচ্ছে, সেই সময় অর্থাৎ ২০১৭ সালে সন্দীপ ছিলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান। সেই সময় সন্দীপ ঘোষের হংকং সফরর তথ্যও পাওয়া গেছে। এই সফর আবার সরকারি অনুমতি ছাড়াই হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।