South Calcutta Law College News: কার্যত, বিক্ষোভে উত্তাল কসবা। সাউথ ক্যালকাটা ‘ল' কলেজের এক ছাত্রীকে গণ-ধর্ষণের অভিযোগ সামনে আসতেই দিকে দিকে শুরু হয়ে গেছে প্রতিবাদ।   

South Calcutta Law College News: প্রতিবাদ যেন ক্রমশই জোরালো হচ্ছে। কার্যত, বিক্ষোভে উত্তাল কসবা। সাউথ ক্যালকাটা ‘ল' কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সামনে আসতেই দিকে দিকে শুরু হয়ে গেছে প্রতিবাদ। 

এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে কসবায় এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে SFI এবং DYFI। রীতিমতো কলেজের গেট টপকে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা এবং ছিঁড়ে ফেলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স। সেইসঙ্গে, কসবা থানার সামনে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম ছাত্র-যুব কর্মীরা।

আইনের কলেজেই আইনের ছাত্রীকে গণধর্ষণ

এই বিস্ফোরক অভিযোগ সামনে আসতেই রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে কসবা। সাউথ ক্যালকটা 'ল' কলেজের এই ঘটনার পর যেন আবারও প্রশ্ন উঠে যাচ্ছে, নারী নিরাপত্তা নিয়ে। কলকাতার মতো মেট্রো সিটিতেই যদি নারী নিরাপত্তার এই অবস্থা হয়, তাহলে রাজ্যের বাকি জায়গায় ঠিক কী কী হতে পারে? তা ভেবেই আতঙ্কিত অনেকে। উল্লেখ্য, এদিন শুরু থেকেই কলেজের গেট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন SFI এবং DYFI কর্মীরা। 

কলেজ ক্যাম্পাসের গেট টপকে বিক্ষোভকারীরা ভিতরে ঢুকে সোজা ছিঁড়ে দেন মমতা-অভিষেকের ফ্লেক্স 

এরপর তারা ঘেরাও করেন কসবা থানা। শুক্রবার বিকেলে, থানার সামনে বাম ছাত্র-যুবরা প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ বাধা দিতে গেলে তুলকালাম কাণ্ড বেঁধে যায়। শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এমনকি, পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে, র‌্যাফের সঙ্গে হাতাহাতি শুরু করে দেন বাম ছাত্র-যুবরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করে পুলিশ। একাধিক নেতৃত্ব এবং কর্মীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় লালবাজারে।

জানা গেছে, DYFI-এর রাজ্য সম্পাদক ধ্রবজ্যোতি সাহা আহত হয়েছেন। এছাড়া আরও অনেককে গ্রেফতার করা হয়েছে।আপাতত কসবা থানার সামনে অবস্থান শুরু করেছেন বাম ছাত্র-যুবরা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।