সংক্ষিপ্ত

সকলকে চমকে দিয়ে শ্রীভূমির থিমে উঠে এসেছিল ডিজনিল্যান্ড। সেই পুজো দেখতে দূর-দূরান্ত থেকে এসেছিল মানুষজন।

প্রতিবছরের মতোই এবারও সব প্যান্ডেলের ভিড়কে টেক্কা দিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমির পুজো মানেই নিত্য নতুন থিমে পুজো। কখনও বুর্জ খলিফা তো আবার কখনও বাহুবলি। এবারেও সকলকে চমকে দিয়ে শ্রীভূমির থিমে উঠে এসেছিল ডিজনিল্যান্ড। সেই পুজো দেখতে দূর-দূরান্ত থেকে এসেছিল মানুষজন। তবে উল্লেখযোগ্য বিষয় হল শ্রীভূমীর ডিজনিল্যান্ডের ভিড় টেক্কা দিল আসল ডিজনিল্যান্ডকেও। জানেন কি ঠিক কত মানুষ প্রতিদিন বেড়াতে যান ডিজনিল্যান্ডে? সমীক্ষা বলছে সুজিত বোসের পুজো মণ্ডপের ভিড় টেক্কা দিচ্ছে আসল ডিজনিল্যান্ডের ভিড়কে।

ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড গোটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিনোদন পার্ক। প্রতিবছরই উপচে পড়া ভিড় দেখা যায় সেখানে। প্রায় ১ কোটি ৮০ লাখ দর্শনার্থী দেখা যায় এই বিনোদন পার্কে। অন্যদিকে প্যারিসের ডিজনিল্যান্ডে প্রতি বছরই দেখা যায় বহু মানুষের সমাগম। লোকসংখ্যা হয় প্রায় ১ কোটি ৯০ লাখের কাছাকাছি। মূলত ক্যালিফোর্নিয়া ও প্যারিসের ডিজনিল্যান্ডেই ভিড় হয় সবচেয়ে বেশি। ২০২১ সালের ডেটা অনুযায়ী ক্যালিফোর্নিয়া ডিজনিল্যান্ডে প্রতিদিন গড়ে ৫১ হাজার মানুষ বেড়াতে যান। আবার প্যারিসের ডিজনিল্যান্ডে প্রতিদিন গড়ে ৪০ হাজার দর্শক বেড়াতে যেতে পারেন।

তবে এবার এই সব ডিজনিল্যান্ডকে ছয় গোল দিল কলকাতার লেকটাউনের শ্রীভূমীর 'ডিজনিল্যান্ড'। উদ্বোধনে পর থেকে পুজোর দিনগুলিতে দৈনিক দর্শনার্থীর সংখ্যা ক্যালিফোর্নিয়া এবং প্যারিসের পরিসংখ্যানকে ছাপিয়ে গিয়েছে। আসল নাহলেও কলকাতার ডিজনিল্যান্ডও কিছু কম ছিল না। বিশেষ আলো ও নিখুঁত মণ্ডপ সজ্যায় বিশেষভাবে সেজে উঠেছে সুজিত বোসের পুজো। প্রোজেক্টরের মাধ্যমে মণ্ডপে বিশেষ ধরনের আলোরা ব্যবস্থা করা হয়েছিল।