Srijan Bhattacharya: ধর্মের রাজনীতি নয়, রোটি-কাপড়া-মকানের দাবি, ব্রিগেডে বার্তা সৃজনের

সৃজন বলেন, ধর্মের রাজনীতির বদলে তাঁরা রোটি-কাপড়া-মকানের কথা তুলে ধরছেন। রবিবার তাঁর বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুর, অন্নদাশঙ্কর রায়, সলিল চৌধুরীর কথা উঠে আসে।

/ Updated: Jan 07 2024, 11:20 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'পদ্মপাতার তলায় সাপ লুকিয়ে থাকে।' এই ভাষাতেই ব্রিগেডের মঞ্চ থেকে বিজেপি-কে আক্রমণ করলেন বাম যুব নেতা সৃজন ভট্টাচার্য। রবিবার তাঁর বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুর, অন্নদাশঙ্কর রায়, সলিল চৌধুরীর কথা উঠে আসে। সৃজন বলেন, ধর্মের রাজনীতির বদলে তাঁরা রোটি-কাপড়া-মকানের কথা তুলে ধরছেন। ইনসাফ যাত্রার মাধ্যমে সারা রাজ্যে এই বার্তা দেওয়া হয়েছে।