SSC মামলায় আদালতে পার্থ,পরেশ,অঙ্কিতা! নিজেদেরকে নির্দোষ দাবি ৩ জনের
SSC নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে। ভার্চুয়াল শুনানিতে উপস্থিত পার্থ চট্টোপাধ্য়ায়ের নিজেকে নির্দোষ বললেন, একই কথা পরেশ-অঙ্কিতার মুখেও। তাঁরা আরও জানিয়েছেন, নিয়োদ দুর্নীতির সঙ্গে কোনও ভাবেই যুক্ত নন তাঁরা।

SSC মামলায় চার্জশিট
এসএসসি একাদশ ও দ্বাদশ শ্রেণিতে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন করে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। বৃহস্পতিবার দুপুরে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার ভার্চুয়াল শুনানি। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালতে এসেছিলেন পরেশ ও অঙ্কিতা
কালো চশমায় পার্থ
এদিন ভার্চুয়াল শুনানিতে উপস্থিত হওয়ার সময় পার্থ চট্টোপাধ্যায় একটি কালো চশমা পরেছিলেন। কিন্তু কেন কালো চশমা? তার উত্তর পাওয়া য়ায়নি। তবে পার্থ চট্টোপাধ্যায় এদিন শুনানিতে আবারও নিজেকে নির্দোশ বলে জাবি করেন। পাশাপাশি তিনি বলেন যা হচ্ছে তাতে তার সম্মানহানি হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। নিজের মুক্তিও দাবি করেন পার্থ চট্টোপাধ্য়ায়।
পার্থর দাবি
পার্থ চট্টোপাধ্য়ায় আরও বলেন, তিনি যাদের নিয়োগ করেছিলেন বলে বলা হচ্ছে তাদের তিনি নিয়োগ করেননি। তিনি জানিয়েছেন, তিনি আসার আগে থেকেই অশোক সাহা ওখানে কাজ করতেন। তিনি বলেন, তিনি মন্ত্রী হওয়ার আগেই সুবরেশ ভট্টাচার্য চেয়ারম্যান ছিলেন। কল্যাণময় গঙ্গোপাধ্য়ায় তিনি আসার আগেই ওখানে ছিলেন। তিনি আরও বলেন, যারা অন্যায় করেছেন তাদের কিছু হচ্ছে না। তাঁর দোষ কোথায়? তাও জিজ্ঞাসা করেন পার্থ চট্টোপাধ্য়ায়।
আদালতে বাবা ও মেয়ে
এদিন আলিপুরের সিবিআই বিশেষ আদালতে উপস্থিত হন প্রাক্তনমন্ত্রী পরেশ অধিকারী ও কন্যা অঙ্কিতা অধিকারী। নিয়োগ দুর্নীতিতে তারাও জড়়িত বলে অভিযুক্ত। আদালতে উপস্থিত হয়ে বাবা ও মেয়ে দুজনেই নিজেদেরকে নির্দোষ বলে দাবি করেন। কোর্টের রায়ে চাকরি যাওয়া অঙ্কিতা অধিকারি জানিয়েছেন, তিনি নিজের যোগ্যতাতেই চাকরি পেয়েছেন।
সিবিআই-এর চার্জশিট
এসএসসির নবম-দশম ও একাদশ-দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা করেছে সিবিআই। শুক্রবার গ্রুপ সি মামলাতে আলিপুর আদালতে শেষ চার্জশিট জমা পড়েছে। সবমিলিয়ে চারটি চার্জশিট জমা পড়েছে। ৭৫জনকে আদালতে ডেকে পাঠান হয়েচিল। তারপরই আত্মসমর্পণ করেন পরেশ ও তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী।

