- Home
- West Bengal
- Kolkata
- রাজ্য বাজেটে বিশাল চমক, বিপুল কর্মী নেবে মমতা সরকার, কোন কোন বিভাগে হবে নিয়োগ?
রাজ্য বাজেটে বিশাল চমক, বিপুল কর্মী নেবে মমতা সরকার, কোন কোন বিভাগে হবে নিয়োগ?
আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সূত্রের খবর, বাজেটে বিপুল পরিমাণ নিয়োগের ঘোষণা করতে পারে সরকার। বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক ও স্থায়ী মিলিয়ে কমপক্ষে ৫০ হাজার কর্মী নেওয়া হতে পারে।
- FB
- TW
- Linkdin
)
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে মমতা সরকারের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট।
আগামী ১২ ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাজেটে রাজ্যবাসীকে চমক দিতে চলেছে সরকার।
সূত্রের খবর, বাজেটে বিপুল পরিমাণ নিয়োগের ঘোষণা করা হতে পারে। বিভিন্ন দফতরে চুক্তি ভিত্তিক ও স্থায়ী মিলিয়ে কমপক্ষে ৫০ হাজার কর্মী নেবে।
সর্বাধিক নিয়োগ হবে শিশু ও পুষ্টি সংক্রান্ত কেন্দ্রগুলোতে। আইসিডিএস এবং অঙ্গনওয়ারী প্রকল্পের অধীনে অঙ্গনওয়ারি কর্মী, সহকারী ও সুপারভাইজার পদে হবে নিয়োগ।
শিক্ষাক্ষেত্রে হবে নিয়োগ। সরকারি স্কুলে চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষা সহায়ক ও রিসোর্স পার্সন নিয়োগ হবে।
স্বাস্থ্য বিভাগে হবে নিয়োগ। নার্সিং সিস্টার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট ও মেডিক্যাল অফিসার নিয়োগ হবে।
সরকারি প্রকল্পে হবে নিয়োগ। গ্রামোন্নয়ন, পর্যটন, সংস্কৃতি বিভাগে হবে নিয়োগ।
নিয়োগ হতে পারে জল সরবহার ও আইন দফতরে।
এরই সঙ্গে বাড়তে পারে বেতন। বিভন্ন দফতরের কর্মীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে বিস্তর।
সব মিলিয়ে বড় চমক দিতে চলেছে মমতা সরকার। আসন্ন বাজেটে ঘোষণা হতে পারে কর্মী নিয়োগের কথা।