- Home
- West Bengal
- Kolkata
- 'মমতার বাড়িতে ১০০ কোটি টাকা!' I-PAC নিয়ে প্রশ্ন তুলে একী বললেন শুভেন্দু অধিকারী
'মমতার বাড়িতে ১০০ কোটি টাকা!' I-PAC নিয়ে প্রশ্ন তুলে একী বললেন শুভেন্দু অধিকারী
বৃহস্পতিবার সকাল থেকেই I-PAC-র কর্ণধার প্রতীক জৈনের বাড়ি আর অফিসে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। কিন্তু সেই তল্লাশি অভিযানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নথি ছিনিয়ে নিয়ে আসে বলেও অভিযোগ উঠেছে।

I-PAC-এ তল্লাশি
বৃহস্পতিবার সকাল থেকেই I-PAC-র কর্ণধার প্রতীক জৈনের বাড়ি আর অফিসে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। কিন্তু সেই তল্লাশি অভিযানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নথি ছিনিয়ে নিয়ে আসে বলেও অভিযোগ উঠেছে।
মমতাকে নিশানা শুভেন্দু অধিকারী
এই ঘটনাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুভেন্দু অধিকারী বলেন, 'মুখ্য়মন্ত্রীর এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজে হস্তক্ষেপ ও তদন্তে বাধা দান আগেও করেছেন। আবারও করেছেন। ' তিনি বলেন, 'আমি মুখ্যমন্ত্রী ও সিপির যাওয়াটাকে মনে করি অসাংবিধানিক, অনৈতিক। তদন্তে সরাসরি বাধাদান।'
মমতার বাড়িতে ১০০ কোটি!
আইপ্যাক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমত তোপ দাগেন । তিনি বলেন, 'মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি হলে ১০০ কোটি টাকা বেরোবে। সম্পূর্ণ অনৈতদিক ও অসাংবিধানিক কাজ করছেন মুখ্যমন্ত্রী। তাঁর বিরুদ্ধে এখনই ইডির ব্যবস্থা নেওয়া উচিৎ।'
মমতাকে চ্যালেঞ্জ
এদিন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চ্যালেঞ্জ করেন। তিনি বলেন বিজেপি নেতাদের বাড়িতে তল্লাশি হলে পার্থ চট্টোপাধ্যায়ের কচি বান্ধবীর মত ৫১ কোটি টাকা পাওয়া যাবে না। তারপরই শুভেন্দু ্ধইকারী বলেন, 'আপনার বাড়িতে যদি তল্লাশি করা হয় ১০০ কোটি টাকা ইডি পাবে'।
আইপ্যাক নিয়ে প্রশ্ন
একই সঙ্গে শুভেন্দু অধিকারী আইপ্যাক নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, 'আইপ্যাক কি পার্টি অফিস নাকি! ওটা তো কর্পোরেট সংস্থা.। তারা তাদের নথি দেখিয়ে দেবে... মুখ্যমন্ত্রী তো আমার বাড়িতে সিবিআই পাছিয়েছিলেন। আমার প্রবীণ বাবা-মাকে হেনস্থা করা হয়েছে। আমার নন্দীগ্রামের এমএলএ অফিস সার্চ করেছে ওয়ারেন্ট ছাড়া। '

