Suvendu Adhikari News: রাজ্য জয়েন্টের ফল প্রকাশ না হওয়ায় অনিশ্চয়তায় কাটছে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যত! দ্রুত ফল প্রকাশের দাবি জানিয়ে সরব শুভেন্দু অধিকারী।
Suvendu Adhikari News: পরীক্ষার চারমাস পরও বেরোয়নি রাজ্য জয়েন্টের রেজাল্ট। আইনি জটে আদালতে ঝুলছে মামলা। এবার বিষয়টি নিয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার রাজভবনে বিজেপি বিধায়কদের নিয়ে যান তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘’রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে বিজেপির ১৫ জন বিধায়ক এসেছিলাম আমরা। বিধায়কদের যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত তারা আজ এসেছিলেন। ছাত্রছাত্রী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠান সবটাই বাংলায় বিপন্ন হয়েছে। রাজ্যের উচ্চ শিক্ষা দফতর যা করছেন এধরনের শিক্ষা বিপর্যয় স্বাধীনতার পর দেশে হয়নি। বেসরকারি শিক্ষা ব্যবস্থা না থাকলে যন্ত্রণা বোঝা যেত।''
তিনি আরও বলেন, ‘’তিন মাস আগে বাংলায় উচ্চ মাধ্যমিক এর রেজাল্ট বেরিয়েছে। শিক্ষাকে তুলে দিচ্ছে এই সরকার। উচ্চ মাধ্যমিক এর পরীক্ষার পর ভর্তির প্রোসেস সরকারি প্রতিষ্ঠানে এখনও শুরু হয়নি। জয়েন্ট এন্ট্রান্স এর রেজাল্ট এখনও প্রকাশ পায়নি। জয়েন্ট এন্ট্রান্স এর পর ভর্তির প্রক্রিয়া শেষ হয়েছে ক্লাস শুরু হয়েছে অন্য রাজ্যে । এই ঘটনায় ৫ লক্ষ ছাত্র ছাত্রী প্রভাবিত এরাজ্যে।''
‘’এব্যাপারে আমরা রাজ্যপালের হস্তক্ষেপ এর দাবি জানিয়েছি। বিকাশ ভবন এ গেলে তুলে দেবে মেরে। নবান্ন তো যেতেই দেবে না।তাই আমরা রাজ্যপালের দ্রুত হস্তক্ষেপ প্রার্থনা করেছি। আমরা অনুরোধ করেছি এব্যাপারে রাজ্যপাল আমাদের যেন রিপোর্ট দেন যে রাজ্য কি করলো। যত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়বে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলালদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর রমরমা বাড়বে। সকল প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে এডমিশান চালু আছে। সরকারি জায়গায় ভর্তি বন্ধ আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি চালু রেখে তাদের প্রায় এক হাজার কোটি টাকার ব্যবসার সুযোগ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।''
‘’আগে উচ্চ মাধ্যমিকের ফল বেরিয়েছে। এখনও উচ্চ শিক্ষায় ভর্তির প্রসেস শুরু হয় নি। জয়েন্ট এন্টেসের ফল প্রকাশ হয়নি। এই ঘটনায় ৫লক্ষ শিক্ষার্থী এফেক্টেট হচ্ছে। এটা আমরা রাজ্যপালে হস্তক্ষেপ দাবি করেছি। এবং রাজ্য কী করলো উনি যে আমাদের জানান। জাতীয় ওবিসির বাইরে থাকা ৭৩টি মুসলিম জনগোষ্ঠীকে ঢোকানোর জন্য এটা করছে না। এখন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবস্থা শুরু করেছে।''
‘’যত সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে তত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসা বাড়বে। আমরা এর প্রতিবাদে এসেছি এখানে। মুখ্যমন্ত্রীকে হুশিয়ারি এই সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান না হলে সামনের সপ্তাহে সবাইকে নিয়ে বিকাশ ভবনের সামনে ধর্নায় বসবো।''
শুভেন্দু আরও বলেন, ‘’উনি মাঝে মাঝে এনআরসি করে চমকে উঠছে। উনি সংবিধান বিরোধী। কেউ ৫০০০হাজার টাকা নেবে না। শুধু ভোটের জন্য দেবে। তারপর বন্ধ। ৫হাজার টাকায় এখন কিছু হয় না। আমরা আপনাকে ৫ হাজার চাঁদা তুলে দেবো আপনি বাংলাটা ছাড়ুন। অনুব্রতর মাথায় অক্সিজেন কম যায়,পিসির ভাই জামিন পাবেন তো। উনি অবিলম্বে দিল্লি যায়। দিল্লি পুলিসের লাঠির সাইজ ৬ফিট। জুতো খুলে যাবেন। সুমন এমন কাজ করতে পারেন না। ওখানে একটা চ্যাংড়া পুলিস আছে সে এইসব করেছে।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


