Suvendu Adhikari On Kolkata Rain: মেঘভাঙা বৃষ্টিতে জলযন্ত্রণায় নাকাল কলকাতাবাসী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। যা নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Suvendu Adhikari On Kolkata Rain: সোমবার গভীর রাতের টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা। ছয় ঘন্টার বৃষ্টিতে জলের তলায় মহানগরের একাংশ। পুজোর মুখে এভাবে রাস্তা-ঘাট, বাড়িতে জল ঢুকে পড়ায় একদিকে যেমন পুজোর বাকি দিনগুলিতে কী হবে তা নিয়ে বেড়েছে দুশ্চিন্তা। তেমনই তেমনই গত ২৪ ঘন্টায় মহানগের জল না নামায় ক্ষোভে ফুঁসছে আমজনতা। আর সেই ক্ষোভের আগুনে ঘৃতাহুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
গত ২৪ ঘন্টায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে একটানা অতিভারী বৃষ্টি ও ব্রজবিদ্যুৎয়ের কারণে নয়জনের মৃত্যুর খবর মিলেছে। কিন্তু আসলে সংখ্যাটা ১০ বলে চাঞ্চল্যকর দাবি করলেন শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, ''৯ জন নয়, মৃত্যু হয়েছে ১০ জনের। কলকাতার এই মৃত্যুর জন্য ফিরহাদ হাকিম, মনোজ ভার্মা এবং সঞ্জীব গোয়েঙ্কা। কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া উচিত মেয়রকে।''
কী বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী?
‘’কলকাতার এই মৃত্যুর জন্যে ফিরহাদ হাকিম, মনোজ ভার্মা, সঞ্জীব গোয়েঙ্কা। সবচেয়ে বড় দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমকে তাড়ানো উচিত। কাল থেকে কোথায় ছিল? আজ সকালে উঠে ফটো সেশন করছেন।বলছেন ৯ জনের মৃত্যু হয়েছে ,আসলে হয়েছে ১০ জনের মৃত্যু! আমি তালিকা প্রকাশ করলাম। ৯ জনকে শনাক্ত করা গিয়েছে। একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। সরকার এখনও এফআইআর করেনি। যদি না করে মৃতদের পরিবারের পক্ষ থেকে আমি এফআইআর করব। মৃতদের পরিবারদের মুখ্যমন্ত্রীর তরফ থেকে ১ কোটি, কলকাতা পৌরসভার পক্ষ থেকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।''
তিনি আরও বলেন, ‘’যতগুলো মৃত্যু ইলেকট্রিক পোস্ট এবং ট্রাফিক পোস্টে হাত লেগে হয়েছে তার জন্য ফিরহাদ হাকিম দায়ি। আকাশ ভাঙ্গা বৃষ্টি পাহাড়ে হয় কলকাতায় নয়। মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করছেন হিজাব পরে। মা দুর্গাকে অপমানের জন্য এই অবস্থা। পুজোর সঙ্গে সঙ্গে এই প্রতিবাদ হবে। কর্পোরেশন পোস্টে কেন শর্ট হবে? কেন হাত লেগে মৃত্যু হবে? কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া উচিত মেয়রকে। নালাগুলো সংস্কার হয় না, কেন না মুখ্যমন্ত্রী কালীঘাটের নালা দখল করে রেখেছেন। সুজিত বসু দখল করে রেখেছে। আজও মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করছেন। উনি মানব দরদী নন। আজ শোক পালন না করে উনি পুলিশকে দিয়ে ভার্চুয়ালি উদ্বোধন করাচ্ছেন। আমি এবং সৌমিক ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতারা সমস্ত উদ্বোধনী কর্মসূচি বন্ধ রেখেছি। এই ইস্যুতে সরকার পার পাবে না।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


