Pakistan Bomb Blast News: পাকিস্তানে বিরাট বোমা হামলা। তবে অন্য কোনও দেশের নয়। নিজেদের দেশে নিজেরাই বোমা ফেলল পাক বায়ুসেনা। তারপর কী হল? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Pakistan Bomb Blast News: একেই বোধহয় বলে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। এবার নিজের দেশে বোমা ফেলে সাধারণ মানুষকে অতর্কিতে মারল পাকিস্তান! এত অবধি পড়ে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! নিজের দেশেই বোমা ফেলল পাক বায়ু সেনা। ঘটনায় এখনও পর্যন্ত শিশু ও সাধারণ নাগরিক মিলিয়ে মোট মৃতের সংখ্যা অন্তত ৩০। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

কোথায় বোমা চালালো পাকিস্তান (Pakistan Bomb Blast News)

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, সোমবার গভীর রাত পাক স্থানীয় সময় প্রায় রাত ২টো নাগাদ এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তান যেখানে হামলা চালিয়েছে তার কিছুটা দূরে ডুরান্ড লাইন। কাছেই তালিবান শাসিত আফগানিস্তান। সীমান্ত ঘেঁষা পাক পখতুনখোয়ার মাত্রে দারা গ্রামে বোমা ফেলল পাকিস্তানের বায়ুসেনা। পরপর বোমার হামলায় কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে পখতুনখোয়ার এই গ্রাম। ধ্বংসস্তুপের ভিতর থেকে টেনে বের করা হচ্ছে নিথর দেহ। এখনও চলছে উদ্ধার কার্য।

Scroll to load tweet…

সূত্রের খবর, সোমবার গভীর রাতে পাকিস্তানের এই গ্রামে পরপর মোট আটটি এসএল শক্তিশালী বোমা মারে পাক বায়ুসেনা। তাতেই কার্যত ঘুমের মধ্যে ছিন্নভিন্ন গোটা গ্রাম। ধ্বংসপুরীতে মৃত শিশু সহ অন্তত ৩০ জন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা গ্রাম। সেই ছাইপোড়া গন্ধের মধ্যেই টেনে বের করা হচ্ছে পুড়ে খাক হয়ে যাওয়া দেহগুলিকে। জানা গিয়েছে, পখতুনখোয়ার এই অঞ্চল বরাবর তালিবান শাসকদের বড্ড কাছের। তাই তো এই জায়গায় সন্ত্রাসবাদ দমনে মাঝে মধ্যেই অভিযান চালায় পাক সেনাবাহিনী। কিন্তু সোমবার রাতের অভিযানে অতর্কিতে প্রাণ হারালেন ৩০ জন সাধারণ নাগরিক। যদিও এই হামলায় ঘটনায় ও মৃত্যু প্রসঙ্গে পাক প্রশাসনের তরফে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।