সংক্ষিপ্ত
Teachers' Protest-Minakshi Mukherjee: গোটা রাজ্য (West Bengal) কার্যত বিক্ষোভে ফুঁসছে। চাকরিহারাদের আন্দোলন চলছে দিকে দিকে। আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)।
Teachers' Protest-Minakshi Mukherjee: কলকাতায় ফের মিছিল চাকরিহারাদের (Sacked teacher’s protest)। উল্লেখ্য, বুধবার চাকরিহারাদের আন্দোলন ঘিরে কার্যত, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিন ডিআই অফিস অভিযানের ডাক দেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। আর সেই কর্মসূচিকে ঘিরে কার্যত উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি (Sacked teacher’s movement)।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বেধড়ক লাঠি চালায় পুলিশ। রীতিমতো রাস্তায় ফেলে মারা হয় তাদের। আর বৃহস্পতিবারও ফের পথে নামেন তারা। এদিন দুপুরে গরম উপেক্ষা করে শিয়ালদহ থেকে শুরু হয় তাদের মহামিছিল। সেই মিছিল বিবি গাঙ্গুলি স্ট্রিট রোড হয়ে এসে পৌঁছয় সেন্ট্রাল অ্যাভিনিউতে।
অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার এবং আসফাকুল্লা নাইয়াও সেই মিছিলে যোগ দেন। জানা যাচ্ছে, এরপর সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার দাবিতে আন্দোলনকারীদের পরবর্তী কর্মসূচি রয়েছে দিল্লীর বুকে। আগামী ১৬ এপ্রিল, দিল্লীর যন্তর-মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন তারা (sacked teacher’s West Bengal panel 2016)।
আর এই আবহেই এবার মুখ খুললেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। ইতিমধ্যেই সরকার বিরোধী একাধিক আন্দোলনে একেবারে সামনের সারিতে থেকে বামেদের নেতৃত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মীনাক্ষী (Minakshi Mukherjee News) বলেন, “দুনিয়াতে এমন কোনও মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বোধহয় পাওয়া যাবে না, যে ঘুষের টেবিল খুলে, কাউন্টার খুলে ঘুষ নিয়ে সাদা খাতা জমা দিয়ে, ফেল করা ছেলেমেয়েদেরকে মাস্টারমশাই-দিদিমণির চাকরি দিয়ে গোটা দুনিয়ার লোককে দোষারোপ করে যাচ্ছে।”
বাম যুবনেত্রীর কথায়, “পর্ষদ, শিক্ষা দফতর এবং কমিশন, এরা যে টিচার এবং টিচিং স্টাফ নিয়োগে দুর্নীতি করেছে, এটা তো পশ্চিমবঙ্গের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও জানে।”
একটা কথা তো পরিষ্কার যে, চাকরিহারাদের আন্দোলনের তেজ ক্রমশই বাড়ছে। সেইসঙ্গে, আরও ঝাঁঝ বাড়ছে কারণ, বিরোধীরাও রাস্তায় নামছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।