সংক্ষিপ্ত

আগুনে গুরুতর আহত হয়েছেন এক দোকানদার। তাকে বিধাননগর ডিভিশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বোস ও বিধাননগর পুলিশ কমিশনার।

ফের ভয়াবহ আগুন শহর কলকাতায়। সল্টলেক এফডি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক ঝুপড়ির দোকান পুড়ে গেছে। আগুনে অন্তত ৪-৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, এবং কয়েক ডজন দোকান এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে বলে খবর।

আগুনে গুরুতর আহত হয়েছেন এক দোকানদার। তাঁর নাম ভোলানাথ পাইক। তাকে বিধাননগর ডিভিশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বোস ও বিধাননগর পুলিশ কমিশনার। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

এফডি ব্লক মার্কেটে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে বলে স্থানীয়দের ধারণা। দমকলমন্ত্রী সুজিত বোস এবং বিধাননগর পুলিশ কমিশনার ঘটনাস্থলে ছুটে যান। আগুনের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ সল্টলেকের এপিডি ব্লক মার্কেটে আগুন লাগে।

 

ওই বাজারে শতাধিক ঝুপড়ির দোকান রয়েছে। তাদের মধ্যে একটিতে আগুন ধরে যায়। ওইসব দোকানে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। হাওয়ার অভিমুখ সেদিকে থাকায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেয়। বর্তমানে নয়টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালের দিকে বাজার অনেকটাই ফাঁকা থাকায় হতাহতের সংখ্যা কম হয়েছে।