নরেন থেকে স্বামী বিবেকানন্দ- কাঁটা বিছানো পথে হেঁটেছিলেন সকলের স্বামীজি

নরেন্দ্রনাথ, যিনি ‘বিবিদিষানন্দ’ নামে সন্ন্যাসপথের প্রথম যাত্রা শুরু করেছিলেন ও পরে স্বামী বিবেকানন্দ নামে জগৎবিখ্যাত হয়েছিলেন তাঁর প্রথম যাত্রাপথ মোটেও সুগম ছিল না। প্রতি পদে ছিল বাধা-কুৎসা আর ঠাট্টামস্করা।

/ Updated: Jul 30 2023, 11:37 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নরেন্দ্রনাথ, যিনি ‘বিবিদিষানন্দ’ নামে সন্ন্যাসপথের প্রথম যাত্রা শুরু করেছিলেন ও পরে স্বামী বিবেকানন্দ নামে জগৎবিখ্যাত হয়েছিলেন তাঁর প্রথম যাত্রাপথ মোটেও সুগম ছিল না। প্রতি পদে ছিল বাধা-কুৎসা আর ঠাট্টামস্করা। কিন্তু যিনি ভাবী যুগনায়ক হতে চলেছেন, জগতকে নেতৃত্ব দিতে চলেছেন তাঁর কি এসবে মন দিলে চলে। তিনি এগিয়ে চললেন। শতবর্ষে বিবেকানন্দ বিরোধিতার ধারা আজও বিদ্যমান, তিনি দেড়শো নট আউট। সে কাহিনিই শোনাচ্ছেন অনিরুদ্ধ সরকার।