বামেরা আগামী দিন লড়াইয়ের ময়দান ছাড়বে না, ব্রিগেড সমাবেশ থেকে হুংকার মীনাক্ষীর

তৃণমূলের পাশাপাশি বিজেপিকেও নিশানা করেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন বামেরা এই রাজ্যে শূন্য তাতে কোনও আপেক্ষ নেই। বামেদের এই শূন্য আসনকে বিরোধীরা ভয় পায় বলেও দাবি করেন তিনি।

/ Updated: Jan 08 2024, 12:12 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মুখোপাধ্যায়। শূন্য আসন নিয়েও বক্তব্য রাখেন । আগামী লোকসভা নির্বাচনের আগে দলীয়  নেতা কর্মীদের লড়াইয়ের  বার্তা দেন। তবে আগামী দিন  লড়াইয়ের ময়দান বামেরা ছাড়বে না তাও স্পষ্ট করে দেন যুবনেত্রী।  তিনি বলেন, গোটা মাঠের দখল  নেওয়ার কথা বলেন। বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও বক্তব্য রাখেন।  তিনি  তৃণমূলের পাশাপাশি বিজেপিকেও নিশানা করেন।  তিনি বলেন বামেরা এই রাজ্যে শূন্য তাতে কোনও আপেক্ষ নেই। বামেদের এই শূন্য আসনকে বিরোধীরা ভয় পায় বলেও দাবি করেন তিনি।