সংক্ষিপ্ত
লোকসভা ভোট ২০২৪-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে ছিলো ১০ লক্ষ ৪৮ হাজার ভোট। সেখানে বিজেপির প্রার্থী অভিজিৎ দাসের ভোট ছিলো মাত্র ৩ লক্ষ ৩৭ হাজার। ফলে প্রায় ৭ লক্ষ ১১ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: হাঁকডাক করেও চব্বিশের ভোটে শিঁকে ছেড়েনি বিজেপির। বাংলার মাটিতে পদ্মফুল ফোটাতে ব্যর্থ গেরুয়া শিবির। শুধু তাই নয়, তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মণ্ড হারবারে ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপি (BJP Bengal) প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। প্রতিদ্বন্ধীকে রেকর্ড ভোটে হারান তৃণমূলের (Tmcnews) সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee।
লোকসভা ভোট ২০২৪-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে ছিলো ১০ লক্ষ ৪৮ হাজার ভোট। সেখানে বিজেপির প্রার্থী অভিজিৎ দাসের ভোট ছিলো মাত্র ৩ লক্ষ ৩৭ হাজার। ফলে প্রায় ৭ লক্ষ ১১ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee News)।
লোকসভা ভোটে তৃণমূলের এই বিশাল জয় তার উপর ডায়মণ্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিপুল ভোটে জেতা নিয়ে হাইকোর্টে ভোটে কারচুপির অভিযোগ তুলে মামলা করেন বিজেপি (BJP Bengal) প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। সেই মামলার শুনানিতে বড় ঘোষণা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)।
কী বলল আদালত:-
জানা গিয়েছে, ভোটে কারচুপির অভিযোগ নিয়ে অভিষেকে বিরুদ্ধে মামলায় বড় নির্দেশ দেন বিচারপতি। নির্দেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন, ডায়মণ্ড হারবারের ডিস্ট্রিক ইলেকশন অফিসারকে হাইকোর্টের নির্দেশে ভোটকেন্দ্রের সমস্ত CCTV ফুটেজ, ডিজিটাল নথি সংরক্ষণ করতে হবে। আগামী ৫ মে মামলার পরবর্তী শুনানি।
এই বিষয়ে বিজেপি প্রার্থীর আইনজীবী বিল্বদল জানান, ওই কেন্দ্রের ভোটে যেভাবে কারচুপি হয়েছে তাতে, তাঁরা আশাবাদী সত্যটা সামনে আসবে। প্রমাণ হয়ে যাবে সবকিছু।
প্রসঙ্গত, ২০১৪ সালের পর থেকে বঙ্গ রাজনীতিতে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সাল থেকে একটানা ডায়মন্ড হারবারের সাংসদ তিনি। ২০২৪ এর লোকসভা নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হন তিনি। শুধু তাই নয়, রাজ্যের মধ্যে প্রথম এবং দেশের তিনিই ছিলেন দ্বিতীয় প্রার্থী। যিনি সব থেকে বেশি ভোটে লোকসভা ভোটে জয়ী হন। এখন দেখার আগামী ৫ মে পরবর্তী শুনানিতে এই মামলার জল কোনদিকে গড়ায়!
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।