দিন তিনেক আগেই অস্ত্র দেখিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের অভিজাত পরিবারে লক্ষাধিক টাকা ও সোনার অলঙ্কার লুঠের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দমদম। একের পর এক ডাকাতিক ঘটনা নিয়ে চিন্তিত শহরবাসী। 

শহরে একের পর এক লুঠপাটের খবরে বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। দিন তিনেক আগেই অস্ত্র দেখিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের অভিজাত পরিবারে লক্ষাধিক টাকা ও সোনার অলঙ্কার লুঠের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দমদম। একের পর এক ডাকাতিক ঘটনা নিয়ে চিন্তিত শহরবাসী। অনেকের মতে, এই দুটি ঘটনায় একটা মিল হল টার্গেট করা হচ্ছে একাকী থাকা বয়স্কদের।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, দমদম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের এক সত্তরোর্ধ্ব দম্পতির ঘরে ঢুকে ৭ জনের ডাকাত দল লুঠপাট চালাল। জানা যায়, রোববার রাত ২ টো নাগাদ ডাকাতের দল দোতলা বাড়ির একতলার জানলার গ্রিল ভেঙে ঢুকে পড়ে ঘরের মধ্যে । তারপর সোজা উঠে পড়ে দোতলায়। ঘরের মধ্যেই গৃহকর্ত্রীর মুখ চেপে ধরে গলায় ছুরি ঠেকিয়ে খুনের হুমকি দিয়ে অবাধে লুঠপাট চালিয়ে গেল ডাকাতরা। জানা যায়, ওই বাড়িতে ভাড়াটে না থাকার সুযোগ নিয়ে চলে দুঃসাহসিক ডাকাতি । পরিবার সূত্রে জানা যায়, কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন সত্তরোর্ধ্ব এই দম্পতির ছেলে । পক্ষাঘাতগ্রস্ত হয়ে শুয়ে থাকেন ৭৫ বছরের গৃহকর্তা । আর এই দুই অসহায় মানুষের অসহায়তার সুযোগ নিয়েই আলমারি ভেঙে সর্বস্ব লুঠ করে ডাকাতরা পালিয়ে যায় বলে অভিযোগ। বৃদ্ধ দম্পতির অভিযোগ, গয়না, টাকা-কড়ি কিছুই নিতে বাদ রাখেনি দুষ্কৃতির দল। জানলা ভেঙে ঢুকে সর্বস্ব লুঠ করেছে তারা। ভেঙেছে আলমারিও।

ঘটনার তদন্তে নেমে এলাকার আশপাশের সিসিটিভি-র ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। হেলমেট পরা ডাকাতদের বাড়িতে ঢোকার ছবি ধরা পড়েছে রাস্তার দিকে থাকা সিসিটিভি ক্যামেরায় ।এই ঘটনা জানাজানি হতেই যথেষ্ট আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও। দমদম থানার পুলিশ জানিয়েছে ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতিদের খোঁজ করা হবে। তবে, ডাকাতরা হেলমেট পরে থাকায় চিহ্নিত করা বেশ শক্ত বলেই মনে করছেন তদন্তকারীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।