তৃণমূলে নবীনে গুরুত্ব! লোকসভায় বড় দায়িত্ব পেলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee News:অনেক দিন ধরেই জল্পনা চলছিল। এবার সরাসরি প্রকাশ্যে চলে এলো তৃণমূলের অন্দরে নবীন নেতৃত্বে জোরের প্রসঙ্গ। নতুন দায়িত্ব পেলেন দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

তৃণমূলের নতুন দায়িত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়
লোকসভায় তৃণমূলের নবীন নেতা হিসেবে নতুন দায়িত্ব পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার থেকে লোকসভার সমস্ত অধিবেশনে দলকে নেতৃত্ব দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে দলীয় সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
হঠাৎ কেন লোকসভার নেতার দায়িত্ব বদল?
তৃণমূল সূত্রে খবর, বর্তমানে লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে দায়িত্বে রয়েছেন তৃণমূলের বর্ষীয়াণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু বার্ধক্যজনিত সমস্যার কারণে বর্তমানে তিনি এতটাই অসুস্থ যে লোকসভার চলতি অধিবেশনে একদিনও সংসদে যেতে পারেননি উত্তর কলকাতার এই তৃণমূল সাংসদ। যারফলে লোকসভার অধিবেশনে তৃণমূলের কর্মসূচি নিয়ে সমস্যা দেখা দেওয়ায় তড়িঘড়ি এই নেতা বদলের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
দলে নতুন দায়িত্বে অভিষেক
এদিন দলীয় সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন। এরপর তিনি জানান, সুদীপ বন্দ্যোপাধ্যায় পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত যেন সংসদে না যান। আর তারপরই তিনি বলেন, ‘’এবার থেকে লোকসভায় দলের যাবতীয় কাজকর্ম দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় যেহেতু অসুস্থ তাই এবার থেকে লোকসভায় কে কী বলবেন, কী করবেন তা সবকিছুই অভিষেক ঠিক করে দেবে এবং আমাকে দেখিয়ে করবে।''
তৃণমূলে গুরুত্ব বাড়ছে নবীনদের?
২০২৪ সালের লোকসভা ভোটের আগে থেকে তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্ধ প্রবল ভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল। নানারকম মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন আরও এক অসুস্থ সাংসদ সৌগত রায়। এই আবহে দলের অন্দরে বাড়ছিল অভিষেকের গুরুত্ব। কারণ, ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদের সাম্প্রতিক কিছু কাজকর্মে ফুটে উঠেছিল তার অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে এবার বিধানসভা ভোটের আগে দলে আরও বড় দায়িত্ব পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
লোকসভার কাজকর্ম দেখার দায়িত্বে অভিষেক?
এদিনের বৈঠক থেকে রাজ্যের সর্বোচ্চ নেত্রী স্পষ্টতই জানিয়ে দেন যে, এবার থেকে লোকসভার অধিবেশনে তৃণমূল সাংসদরা কে-কী করবেন তার সমস্ত দেখভাল করবে অভিষেক। কে কখন বক্তৃতা রাখবেন তাও ঠিক করে দেবেন ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ। তবে সব কিছু করার পর চূড়ান্ত তালিকা দেখিয়ে নিতে হবে মুখ্যমন্ত্রীকে। এ কথাও পরিস্কার জানিয়ে দেন তৃণমূল নেত্রী।
সাংসদদের পারফর্ম্যান্সে অসন্তুষ্ট মমতা?
জানা গিয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে সাংসদদের মধ্যে সমন্বয়ের দায়িত্বে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্যসভায় কাজকর্ম ঠিকঠাক চললেও লোকসভায় সাংসদদের কাজে অখুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে দায়িত্ব থেকেও সরানো হয়েছে শ্রীরামপুরের সাংসদকে। এদিনের বৈঠকে তৃণমূল নেত্রী জানিয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ না হওয়া পর্যন্ত লোকসভায় দলকে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রত্যেক দিনের সমন্বয়ের দায়িত্বে থাকবেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
