Kunal Ghosh on Dengue : 'মশা অতি অবুঝ প্রাণী' ডেঙ্গি নিয়ে কি বার্তা দিলেন কুণাল

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ হুহু করে বাড়ছে। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মুখ খুললেন তৃণমূলের কুণাল ঘোষ। ‘মশার জন্ম নিয়ন্ত্রণ জটিল ও কঠিন বিষয়। মশা অতি অবুঝ প্রাণী। মানুষের মধ্যে জন্মনিয়ন্ত্রণ নিয়ে অতি সহজেই প্রচার করা যায়।’

/ Updated: Sep 26 2023, 11:18 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ হুহু করে বাড়ছে। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মুখ খুললেন তৃণমূলের কুণাল ঘোষ। 'মশার জন্ম নিয়ন্ত্রণ জটিল ও কঠিন বিষয়। মশা অতি অবুঝ প্রাণী। মানুষের মধ্যে জন্মনিয়ন্ত্রণ নিয়ে অতি সহজেই প্রচার করা যায়। মশার মধ্যে তত সহজে প্রচার করা যায় না। ডেঙ্গি নিয়ন্ত্রণে সবরকম চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। প্রশাসন ও পুরসভা গুলি সর্বক্ষণ ডেঙ্গি নিয়ে কাজ করছে। ডেঙ্গি প্রতিরোধে আমাদেরও কিছু কর্তব্য আছে। বাড়িতে, বাগানে ও ছাদে কোথাও জল জমিয়ে রাখবেন না। জমা জলে যাতে মশা জন্ম না নেয় দেখার কর্তব্য সকলের। অন্য রাজ্য ও বাংলাদেশ থেকেও ডেঙ্গি আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা করাতে আসছেন। ফলে ডেঙ্গির পরিসংখ্যান কিছুটা হলেও এখানে বেড়ে যাচ্ছে।