সংক্ষিপ্ত
পুলিশ জানিয়েছে তীব্র গতিতে যাচ্ছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি সিগন্যাল পোস্টে। সেটি পুরোপুরি উপড়ে পরে যায় রাস্তার ওপর।
শনিবার কলকাতায় ফের দুর্ঘটনা। ইএম বাইপাসের মা ফ্লাইওভাবে দুর্ঘটনার কবলে পড়ে একটি গাড়ি। গাড়িতে এত জোরে যাচ্ছিল যে ডিভাইডার থেকে প্রায় ৪-৫ ফুট উঁচুতে উঠে যায় গাড়িটি। সিগনালের পোস্ট উপড়ে ছিটকে পড়ে রাস্তায়। এই ঘটনায় ব্যাহত হয়েছে শনিবারের ব্যস্ত পার্ক সার্কাস মোড়।
পুলিশ জানিয়েছে তীব্র গতিতে যাচ্ছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি সিগন্যাল পোস্টে। সেটি পুরোপুরি উপড়ে পরে যায় রাস্তার ওপর। গাড়িটি আসছিল পার্ক সার্কাস সেভেন্ট পয়েন্টের দিক থেকে। ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়িটি অনেকটাই উপরে উঠে যায়। বিলাসবহুল গাড়ি, তাই হতাহতের ঘটনা ঘটেনি। কারণ গাড়িটি এতটাই জোরে ধাক্কা খেয়েছিল যে সবকটি এয়ারব্যাগ খুলে গিয়েছিল। চালক শুধুমাত্র চোট পেয়েছেন। গাড়ির সামনের দিক একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে।
কলকাতা পুলিশ জানিয়েছে , দ্রুত উদ্ধারকাজ শুরু হয়েছে। চালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। রেকার ভ্যান নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু গাড়িটি উপর দিকে উঠে যাওয়ার কারণে রেকার ভ্যান দিয়ে নামাতে বেগ পেতে হয়। তবে পুলিশের অনুমান চালক তীব্র গতিতে গাড়ি চালাচ্ছিল। গাড়ি চালানোর সময় কোনও কারণে অমনোযোগী হয়ে পড়ে তাতেই এই দুর্ঘটনা।
তবে দিন কয়েক আগেই মা ফ্লাইওভারে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজের ১৯ বছরের ছাত্র নীহার আগরওয়াল। তাঁর সঙ্গে গাড়িতে তিন জন ও এক তরুণী ছিল। তারাও গুরুতর চোট পেয়েছেন। প্রত্যেকের চিকিৎসা চলছে হাসপাতালে। নীহার তীব্র গতিতে গাড়ি চালাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়িটি। পুলিশ জানিয়েছে বাইপাসে তীব্র গতিতে গাড়ি চলছিল। মধ্যরাতে ডিভাইডাপ ও ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। গ্যাস কাটার দিয়ে কেটে গাড়ি বার করতে হয়।