'তৃণমূল কোনও পার্টি নয় একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি', প্রতিবাদ মঞ্চ থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর

রাজ্যের বিভিন্ন দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে রেড রোডে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ।

Share this Video

শ্যামবাজার মেট্রো স্টেশনের গেটে অবস্থান মঞ্চ করে ধর্নায় বিজেপি | এদিন ধর্না মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে | ভাইপো যাতে একা ফুটেজ না খেতে পারে সেই কারনে নিজেই ধর্নায় বসে গিয়েছেন | শুভেন্দু বলেন রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী ধর্না দিতে পারেন না উনি নিয়ম মানেন না | তিনি বলেন, 'আমি ২১ বছর ঘর করেছি, সেই কারণেই আমি সব জানি | তৃণমূল কোনও পার্টি নয়, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি | এর পাশাপাশি একাধিক ইস্যুতে মমতা কে একহাত নিলেন শুভেন্দু | 

Related Video