শিক্ষক-শিক্ষিকাদের গায়ে পুলিশের হাত! তড়িঘড়ি নবান্নে বৈঠক ডেকে সাফাই দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মাও (Manoj Varma)। এবার কোন পথে এগোবে চাকরিহারাদের আন্দোলন? জানুন বিস্তারিত…
কলকাতা: সুপ্রিম রায়ে চাকরি গিয়েছে। হকের চাকরি ফেরতের দাবিতে বুধবার কসবার ডিআই অফিস অভিযানে গিয়ে জুটেছে পুলিশের মার। শিক্ষক-শিক্ষিকাদের গায়ে পুলিশের হাত! তড়িঘড়ি নবান্নে বৈঠক ডেকে সাফাই দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মাও (Manoj Varma)। বলেন,''পুলিশও আক্রান্ত হয়েছে। তাই বাধ্য হয়ে পুলিশ অ্যাকশন নিয়েছে।''
অন্যদিকে, পুলিশের লাঠির ঘায়ে থামছে না সদ্য চাকরিহারাদের আন্দোলন। এবার বড়সড় হুঁশিয়ারি দিলেন ২০১৬ সালের এসএলএসটি-র প্যানেলে বাতিল হওয়া শিক্ষক-শিক্ষিকারা। বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে অনশনে বসবেন তাঁরা। এমনটাই জানিয়েছেন আন্দোলনরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।
জানা গিয়েছে, বুধবার রাতভর SSC ভবনের সামনে বসে থাকেন তাঁরা। বৃহস্পতিবার বড়সড় আন্দোলনের ডাক দিলেও এবার অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। সূত্রের খবর, আজ থেকে অনশনে বসলেন চাকরিহারারা। এসএসসি ভবনের সামনে এদিন সকাল ১১টা থেকে অনশনে বসেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও অ-শিক্ষক কর্মীরা।
কেন এই অনশনের ডাক?
শুধুমাত্র পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে নয়। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা অনশনে বসেছেন সরকারের কাছে একগুচ্ছ দাবি জানিয়ে। তাঁদের দাবি, সরকারকে অবিলম্বে প্রকাশ করতে হবে যোগ্য-অযোগ্যদের তালিকা। ওএমআর শিটেক মিরর ইমেজ প্রকাশ করার দাবিও জানিয়েছেন তাঁরা। আর এই শর্তগুলি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ তারা SSC ভবনের সামনে অনশন করে বসে থাকবেন বলে জানিয়েছেন।
এই বিষয়ে চাকরিহারা এক শিক্ষক বলেন, ''আমাদের কয়েক জন সহযোদ্ধা অনশনে বসছেন। বাকি দাবিগুলিতো আমরা আগেই জানিয়েছি। স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। দিতে হবে যোগ্য ও অযোগ্যদের তালিকা। ওএমআর শিটেক মিরর ইমেজ প্রকাশ করে সামনে আনতে হবে আসল দুর্নীতিবাজদের।''
তিনি আরও জানান, অনশনের মধ্য দিয়ে তারা আন্দোলনকে আরও বড় পদক্ষেপের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রথমে কয়েক জন শিক্ষক-শিক্ষিকা এই অনশনে যুক্ত হবেন। পরে আরও অনেক সহযোদ্ধারা এই অনশনে যোগ দেবেন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে এখন দেখার কবে খোলে চাকরিহারাদের ভাগ্য। আদেও শিঁকে ছেড়ে কিনা তাদের! উত্তর অবশ্য সময় বলবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


