সংক্ষিপ্ত

কলকাতা (Kolkata) ফের দেখল এক নজিরবিহীন প্রতিবাদ। ডাক্তারদের পাশে এসে দাঁড়ালেন আইনজীবীরাও।

কলকাতা (Kolkata) ফের দেখল এক নজিরবিহীন প্রতিবাদ। ডাক্তারদের পাশে এসে দাঁড়ালেন আইনজীবীরাও।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ানোর অভিযোগে দুই চিকিৎসক ডা. কুণাল সরকার এবং ডা. সুবর্ণ গোস্বামীকে তলব করেছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। লালবাজারে গিয়ে হাজিরাও দিয়েছেন তারা। আর সেই দুই অভিজ্ঞ কৃতী চিকিৎসককে পুলিশি তলবের বিরুদ্ধে লালবাজার অভিযান করেন চিকিৎসকরা। কার্যত বেনজির এক ঘটনা। আর সেই মিছিলে তাদের সমর্থনে হাঁটেন আইনজীবীরাও।

এ যেন স্বতঃস্ফূর্ত উত্তাল আন্দোলন চলছে গোটা রাজ্যজুড়ে। প্রতিবাদীদের কণ্ঠরোধের প্রতিবাদে এদিন কলকাতা মেডিক্যাল কলেজ থেকে লালবাজার পর্যন্ত মিছিলের ডাক দেন চিকিৎসকরা। কিন্তু মাঝপথে সেই মিছিল আটকে দেওয়া হয়। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই লালবাজারের সামনে মিছিলর দৈর্ঘ্য ক্রমশই বাড়তে শুরু করে।

চিকিৎসকরা চ্যালেঞ্জের সুরে বলছেন, “যত আটকানোর চেষ্টা করা হবে, ভয় দেখানো হবে, ততই মিছিলের দৈর্ঘ্য বাড়বে।” অন্যদিকে, চিকিৎসকদের পাশে দাঁড়াতে লালবাজার অভিযানে শামিল হন আইনজীবীরাও। তারা চিকিৎসকদের আইনি সহায়তা দিতে হাজির হয়ে যান।

কিন্তু তাদের সেখানে ঢুকতে বাধা দেয় পুলিশ। দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় তুমুল বচসা। অবশেষে পাঁচ আইনজীবীকে লালবাজারের ভিতরে ঢুকতে দিতে বাধ্য হয় পুলিশ।

অন্যদিকে, আইনজীবীরাও একটি মিছিল বের করেন আর জি কর কাণ্ডের প্রতিবাদে। হাতে প্ল্যাকার্ড নিয়েই আন্দোলনে নামেন তারা। কার্যত, নজিরবিহীন আন্দোলন চলছে রাজ্যের বুকে। ‘তিলোত্তমা’-র বিচার চেয়ে রীতিমতো ফুঁসছে রাজ্যের মানুষ, দেশের মানুষ।

প্রতিবাদে শামিল হয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান সমর্থকরাও। পরিস্থিতি যেন ক্রমশই রাজ্য প্রশাসনের হাতের বাইরে চলে যাচ্ছে। প্রতিবাদের আগুনে রাস্তায় নামছেন মহিলারাও। আর এবার আন্দোলনে আইনজীবীরাও।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।